খালিস্তানি (Khalistani Terrorist) জঙ্গি ইন্দ্রজিৎ সিং গোসাল কানাডার (Canada) ওন্টারিও সেন্ট্রাল ইস্টের জেল থেকে মুক্তি পেয়েই ভারতের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে। ইন্দ্রজিৎ সিং গোসালের সঙ্গে গুরপতওয়ান্ত সিং পান্নুন সংযুক্ত হয়ে ভারতের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে। এমনকী 'দিল্লি বনেগা খালিস্তান' বলেও স্লোগান দিতে দেখা যায় এই খালিস্তানি জঙ্গিদের।
গত সপ্তাহে কানাডার ওন্টারিও জেল থেকে মুক্তি পায় ইন্দ্রজিৎ সিং গোসাল নামের ওই খালিস্তানি জঙ্গি। জেল থেকে মুক্ত হয়েই ভারতের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে ইন্দ্রজিৎ সিং গোসাল।
শুধু তাই নয়, কানাডার জেল থেকে মুক্তি পেয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকেও হুমকি দেয় গোসাল। একটি ভিডিয়ো রেকর্ড করে, তা পোস্ট করে গোসাল। আর সেখানেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে হুমকি দেওয়া হয়। ইউরোপ, আমেরিকা কিংবা কানাডায় যেখানেই ডোভাল থাকুন না কেন, খালিস্তানি জঙ্গিরা তাঁকে পাকড়াও করবে বলে হুমকি দেয়।
প্রসঙ্গত জাস্টিন ট্রুডো যখন কানাডার প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় থেকেই খালিস্তানি জঙ্গিদের বাড়বাড়ন্ত শুরু হয়। ট্রুডোর প্রশ্রয়ে ক্রমাগত ভারত বিরোধিতায় শান দিতে শুরু করে খালিস্তানিরা। ট্রুডোর সরে যাওয়ার পর এবার ফের ভারতের বিরুদ্ধে ফন্দি আঁটতে শুরু করেছে খালিস্তানিরা।
দেখুন সেই ভিডিয়ো যেখানে ভারতকে হুমকি দেওয়া হয়...
Gurpatwant Singh Pannun thinks he arranged the bail of Inderjeet Singh Khosal and is now openly challenging NSA Ajit Doval. What he doesn't know is the fact that India and Canada signed a security pact and under clause 1.7 of the pact anti India elements especially Khalistani… pic.twitter.com/9LWSw7bQGh
— रुद्राक्ष (Rudy) (@manamuntu) September 26, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)