আইফেল টাওয়ারের দেশের ধূমপান বিরোধী অভিযানে বড় পদক্ষেপ। ফ্রান্সে প্রকাশ্যে প্রায় আর কোনও জায়গাতেই ধূমপান করা যাবে না। পরোক্ষ ধূমপান থেকে দেশের শিশুদের বাঁচাতে এই সিদ্ধান্ত নিল এমানুয়েল ম্যাক্রো-র দেশ। শিশুরা যে সব জায়গায়, যেমন সমুদ্র সৈকত (Beaches), পার্ক (Park), বাসস্টপ (Bus Stop),বাস-ট্রেন সহ Pubic Transport, রেলওয়ে স্টেশন (Railway Staion), স্টেডিয়ামের (Stadium) মত জায়গায় আর কেউ ধূমপান করতে পারবেন না। পয়লা জুলাই থেকে ফ্রান্সের সর্বত্র এই নিয়ম কার্যকর হচ্ছে। ধূমপান নিয়ে এই কড়া নিষেধাজ্ঞা ভাঙলে ১৩৫ ইউরো বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকার জরিমানা দিতে হবে। ফ্রান্সের মন্ত্রী ক্যাথেরিন ভাউত্রিন জানালেন, প্রতিটি শিশুর অধিকার রয়েছে পরিষ্কার, ধমুপানহীন বায়ুতে শ্বাস নেওয়ার। তারা যেন কিছুতেই পরোক্ষ ধূমপানের স্বীকার না হয়।
তবে ক্যাফে বা রেস্তোঁরার একটি নির্দিষ্ট জায়গায় ধূমপান করা যাবে। নিষেধাজ্ঞা থাকছে না ইলেকট্রনিক সিগারেটের ওপরেও।
ফ্রান্সে প্রকাশ্যে ধূমপানে নিষেধাজ্ঞা
France to ban smoking in all outdoor places that can be accessed by children, including beaches, parks and bus stopshttps://t.co/qcSOk6c5BG pic.twitter.com/BfW0NKOWHX
— AFP News Agency (@AFP) May 30, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)