বিনামূল্যে ল্যাপটপ (Laptop) দিচ্ছে কেন্দ্রীয় সরকার? এমনই একটি লিঙ্ক ভাইরাল হতে শুরু করেছে। যে লিঙ্ক প্রকাশ করে দাবি করা হয়, কেন্দ্রীয় সরকারের তরফে পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হচ্ছে। যা নিয়ে চর্চা শুরু হলে, পিআইবির ফ্যাক্ট চেক (PIB Fact Check) প্রকাশ পায়। সেখানে জানানো হয়, এই খবরের সত্যতা নেই একেবারেই। এরপরই পিআইবির তরফে এ বিষয়ে একটি ফ্যাক্ট চেক প্রকাশ করা হয়।

পিআইবির ফ্যাক্ট চেকে প্রকাশ করা হয়, কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের ল্যাপটপ দিচ্ছে বলে যে লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে, তা পুরোপুরি ভুয়ো। ওই লিঙ্কে ক্লিক করলে প্রতারণার শিকার হতে হবে বলে জানানো হয়।

পাশাপাশি যে লিঙ্ক প্রকাশ করে, কেন্দ্রীয় সরকারের নাম করে ল্যাপটপ দেওয়া হবে বলে জানানো হয়, তা পুরোপুরি প্রতারণা চক্র। কেন্দ্রীয় সরকারের তরফে এমন কোনও ঘোষণা করা হয়নি বলে স্পষ্ট জানানো হয় পিআইবি ফ্যাক্ট চেকের মাধ্যমে।

ল্যাপটপ দেওয়া হবে বলে যে লিঙ্ক প্রকাশ করা হয়, তা ভুয়ো বলে জানানো হয় ফ্যাক্ট চেকে...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)