Double-Decker Buses: দীর্ঘ ৩৫ বছর পর ফের দেশের রাজধানী শহরের রাস্তায় ছুটতে দেখা যাবে দোতলা বাস। বেশ কয়েক বছর বিরতির পর ফের রাজধানী দিল্লি (Delhi)র রাস্তায় নামতে চলেছে ডবল ডেকার বাস। দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (DTC) জানিয়েছে, মেট্রোর চাপ কমাতে, সড়ক পথে গণপরিবহন ও যাত্রী ধারণক্ষমতা বাড়াতে শীঘ্রই পরীক্ষামূলকভাবে ডবল ডেকার বাস চালু করা হবে। দিল্লির পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং এই ঘোষণা করেন। নতুন ডবল ডেকার বাসগুলো সম্পূর্ণ বৈদ্যুতিক হবে। দিল্লির গ্রিন ট্রান্সপোর্ট নীতি বা পরিবেশ বান্ধব পরিবহন নীতি মেনে চালানো হবে দো তলা বাস।
২০২৫ সালের শেষ নাগাদ দিল্লিতে ৬,০০০-এরও বেশি বৈদ্যুতিক বাস নামবে বলে আশা, তার মধ্যে ডবল ডেকার গুরুত্বপূর্ণ সংযোজন। একটা সময় দিল্লিতে 'সুবিধা' পরিষেবার আওতায় দু তলা বাস বা ডাবল ডেকার বাস বেশ জনপ্রিয় ছিল। কিন্তু ১৯৯০ সালের দিকে সিএনজি বহরে রূপান্তর ও রক্ষণাবেক্ষণ সমস্যার কারণে পরিষেবা বন্ধ হয়ে যায়। সংবাদমাধ্যমে প্রকাশ, অশোক লেল্যান্ড তৈরি একটি বৈদ্যুতিক ডাবল ডেকার ইতিমধ্যেই ওখলা বাস ডিপোতে পৌঁছেছে, শীঘ্রই ট্রায়াল শুরু হবে।
দিল্লির রাস্তায় ফের চলবে দোতলা বাস
🚨 Double-decker buses set for comeback in Delhi after 35 years. (HT) pic.twitter.com/HS7UT2fgd6
— Indian Tech & Infra (@IndianTechGuide) August 31, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)