সাইক্লোন মন্দৌসের প্রভাবে বিপর্যস্ত চেন্নাই। মধ্যরাতে উপকুল অতিক্রম করে মন্দৌস। সাইক্লোনের প্রভাবে গতকাল রাত থেকেই টানা বৃষ্টি চলে মেরিনা বিচের শহরে। রাত যত বাড়ে হাওয়ার বেগ তত বাড়ে। রাতেই নেমে পড়ে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনি। শহরের বেশিরভাগ জায়গায় জল জমে গেছে বলেও জানা গেছে।
ঝড়ের কারণে চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় রাস্তায় ওপর গাছ উল্টে পড়তে দেখা যায়। ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। বেশ কয়েকটি জায়গায় বিদুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। চেন্নাইয়ের বেশ কয়েকটি বড় রাস্তায় জল জম রয়েছে। যানচলাচল বন্ধ বেশ কিছু শহরের বেশ কিছু জায়গায়। ঘূর্ণিঝড় মন্দৌস শনিবার ভোরে পুদুচেরি (Puducherry) ও শ্রীহরিকোটার (Sriharikota) উপর দিয়ে উড়ে যায়। আরও পড়ুন-
পারস্পরিক বিচ্ছেদের ক্ষেত্রে ১ বছরের অপেক্ষা অসাংবিধানিক, বড় রায় কেরালা হাইকোর্টের
দেখুন টুইট
#CycloneMandous | A large tree uprooted in Nungambakkam area of Chennai due to strong winds. Visuals from 4th Lane Nungambakkam High Road. #TamilNadu pic.twitter.com/hgCOu068cu
— ANI (@ANI) December 10, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)