নয়াদিল্লিঃ সমুদ্রে (Sea) নেমে বিপত্তি। সফেন ঢেউয়ের সঙ্গে খেলতে গিয়ে তলিয়ে গেলেন চার তরুণী। মৃত্যু হল চারজনেরই। মৃতদের মধ্যে একজন শ্রীলঙ্কান শরণার্থী বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে, চেন্নাইয়ের এন্নোর সমুদ্র সৈকতের একটি নির্জন অংশে। চারজন মিলে ওই সমুদ্র সৈকতে জলকেলিতে ব্যস্ত ছিলেন। সেই সময় আচমকাই আছড়ে পড়ে রাক্ষুসে ঢেউ। তাতেই ভেসে যান তাঁদের মধ্যে এক তরুণী। তাঁকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান বাকিরা। পরে স্থানীয় মৎসজীবীরা মৃতদেহগুলি উদ্ধার করেন। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম শালিনী, ভবানী, গায়েত্রী ও দেবকী। তাঁরা চারজন ম্মিদিপুনির একটি কাপড়ের দোকানে কাজ করতেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।

সমুদ্রে স্নান করতে গিয়ে বিপত্তি, বন্ধুকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন ৪ তরুণী

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)