বেঙ্গালুরুর (Bengaluru) একাধিক স্কুলে হুমকি মেলের জেরে চাঞ্চল্য ছড়াল। যার জেরে এবার মুখ খুললেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (D K Shivakumar)। কর্ণাটকের (Karnataka) উপমুখ্যমন্ত্রী বলেন, হুমকি মেলের জেরে ভয় পাওয়ার কিছু হয়নি। আর কয়েক ঘণ্টার মধ্যে কর্ণাটকের সাইবার ক্রাইম দফতর অভিযুক্তদের পাকড়াও করবে। যে হুমকি মেল পাঠানো হয়েছে বেঙ্গালুরুর বেশ কয়েকটি স্কুলে, যা পুরোপুরি ভুয়ো বলেও মন্তব্য করেন ডি কে শিবকুমার। পাশাপাশি হুমকি মেলের জন্য ছাত্রছাত্রীদের বাবা-মায়েদের চিন্তা করার কোনও প্রয়োজন নেই বলেও আশ্বস্ত করেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। প্রসঙ্গত বেঙ্গালুরুর যে স্কুলগুলিতে হুমকি মেল আসে, সেখানকার পড়ুয়াদের যেমন নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়, তেমনি কর্মীদেরও সরানো হয়। কোথা থেকে কীভাবে এই হুমকি মেল এল, তদন্তের মাধ্যমে তার গোড়া উপড়ে ফেলা হবে বলেও আশ্বস্ত করেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার জানান, বেঙ্গালুরু শহরের যে স্কুলগুলিতে হুমকি মেল আসে, সেখানে বোমা রাখা হয়েছে বলে দেওয়া হয় হুমকি। ওই স্কুলগুলিতে বম্ব স্কোয়াড পাঠানো হয়েছে। অভিযুক্তদের পাকড়াও করতে সমস্ত ধরনের পদক্ষেপ করা হয়েছে বলেও জানান বেঙ্গালুরুর পুলিশ কমিশনার।
দেখুন ট্য়ুইট...
#WATCH | Bengaluru: On several schools receiving threat email in Bengaluru, Karnataka Dy CM D K Shivakumar says, "...The parents of children do not need to worry... Within a few hours, our cyber crime department will trap them... It is a hoax call... Parents should not… pic.twitter.com/xOqBz3OaMe
— ANI (@ANI) December 1, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)