নয়াদিল্লিঃ অভাবের সংসারে একের পর একসন্তান (Child)। এক কন্যার বয়স দেড় বছর অন্যজনের মাত্র ১০ দিন। স্বামী কর্মসূত্রে বাইরে। দুই সন্তানকে নিয়ে অভাবের তাড়নায় কার্যত হিমসিম খেতে হচ্ছিল। আর তাতেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তরুণী। শেষমেশ স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে দুই সন্তানকে গলা কেটে খুন করে আত্মঘাতী তরুণী। ঘটনাটি ঘটেছে, কর্ণাটকের মহীশূরের পেরিয়াপাটনা তালুকের বেত্তাদাপুরা গ্রামে। পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর নাম আরাবিয়া ভানু। কয়েক বছর আগে বিয়ে হয় তাঁর। স্বামী বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করেন। দুই সন্তানকে নিয়ে বাড়িতে একাই থাকতেন তিনি। পুলিশের অনুমান, দাম্পত্য কলহ ও অভাবের তাড়নায় এই চরম পদক্ষেপ করেন তিনি। ইতিমধ্যেই ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অভাবের সংসারে পরপর কন্যাসন্তান, রাগে দুই মেয়েকে খুন করে আত্মঘাতী মা
Mysuru: 10 ದಿನ & 2 ವರ್ಷದ ಮಗಳನ್ನು ಕೊಂದು ಪ್ರಾಣ ಬಿಟ್ಟ ಬಾಣಂತಿ; ಹೃದಯ ವಿದ್ರಾವಕ ಘಟನೆ#Mysuru #Mother #Children https://t.co/FrmOruUcIp
— Asianet Suvarna News (@AsianetNewsSN) November 2, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)