কংগ্রেস সভাপতি পদে নির্বাচনের জন্য ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন কেরলের সাংসদ-নেতা শশী থারুর। এরপর থেকেই শোনা যাচ্ছিল গান্ধী পরিবার ঘনিষ্ঠ তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কংগ্রেস সভাপতি পদে লড়তে পারেন। এবার খোদ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলেট নিশ্চিত করলেন তিনি কংগ্রেসের সভাপতি পদে লড়ছেন। অশোক গেহলেট জানালেন, "ঠিক হয়ে গিয়েছে কংগ্রেসের সভাপতি নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। খুব তাড়াতাড়ি আমি ঠিক করব কবে মনোনয়ন জমা করব। বর্তমানে দেশের পরিস্থিতি যা তাতে খুব শক্তিশালী বিরোধী দলের খুবই প্রয়োজন।"

কংগ্রেস সভাপতি হলে তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী থাকবেন কি না সেই সিদ্ধান্ত সোনিয়া গান্ধীর ওপরেই ছাড়লেন গেহলট। শশী-গেহলেটর পাশাপাশি কংগ্রেসের সভাপতি নির্বাচনে লড়তে দেখা যেতে পারে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগ্বিজয় সিংকেও। আরও পড়ুন-পিএফআই কর্মীদের পাথর থেকে বাঁচতে হেলমেট পরে বাস চালাচ্ছেন চালক, দেখুন ভিডিও

দেখুন টুইট

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)