এবারের পয়লা বৈশাখটা (Pohela Boishakh) একেবারে অন্যরকমভাবে কাটল সায়কের (Sayak)। টেলিভিশনের দুনিয়া থেকে বেরিয়ে সায়ক এবার বৃদ্ধাশ্রমে নববর্ষের (Noboborsho)আগের বিকেলটা কাটান। বৃদ্ধাশ্রমে চৈত্রের শেষ বিকেল কাটান টেলি দুনিয়ার এই জনপ্রিয় মুখ। সোমবার বিকেলে  মায়ের সঙ্গে একটি বৃদ্ধাশ্রমে যেতে দেখা যায় সায়ককে। বৃদ্ধাশ্রমে বসবাসকারী 'দিদাদের' সঙ্গেই তিনি নববর্ষের আগের বিকেলটি কাটাতে চান বলে জানান। শুধু তাই নয়, নববর্ষের আগে একেবারে অন্যরকরম একটি বিকেল কাটান টেলিভিশনের এই জনপ্রিয় মুখ। প্রসঙ্গত অভিনয়ের পাশাপাশি একজন জনপ্রিয় ভ্লগার হিসেবেও নাম রয়েছে সায়কের। যেখানে নিজের জীবনের ছবি তুলে ধরেন  এই অভিনেতা। সায়কের পরিবারে তাঁর বউদি সুস্মিতাও একজন অভিনেত্রী। ফলে টেলি জগতের এই দুই জনপ্রিয় অভিনেতার ভ্লগ দেখতেও পছন্দ করেন বহু মানুষ।  সায়ক এখনও বিয়ে করেননি। মাকে জড়িয়েই তাঁর সংসার। তাই মায়ের জন্য গয়না কেনা হোক কিংবা শাড়ি, সবেতেই দেখা যায় সায়কের বিশেষত্ব।

আরও পড়ুন: Subho Noboborsho: পয়লা বৈশাখে রাহুল-দেবাদ্রিতা একসঙ্গে, নববর্ষের সকালে একমুঠো ভাল লাগা ছড়ালেন টলিউডের জনপ্রিয় জুটি

দেখুন নববর্ষের আগের বিকেল কীভাবে বৃদ্ধাশ্রমে কাটালেন সায়ক...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)