অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) কি অবসর নিচ্ছেন? এমন প্রশ্ন উঠতে শুরু করে অভিনেতার একটি সাম্প্রতিক ট্য়ুইট নিয়ে। যেখানে 'টাইম টু গো' বলে লেখেন বিগ বি। অমিতাভের ওই ট্যুইট নিয়ে জোর কদমে চর্চা শুরু হলে তিনি বিষয়টি খোলসা করেন। বিগ বি কেবিসির মঞ্চে জানান, তিনি ওই ট্যুইট করেছিলেন বাড়িতে যাওয়ার সময়। কেবিসির শ্যুট শেষ হতে হতে রাত ২টো বেজে যায়। রাত ২টোর সময় তিনি ছুটি পান। বাড়ি যেতে যেতে তাঁর অনেক দেরি হয়ে যায়। তাই তিনি রাতে ওই ট্যুইট করেছিলেন বলে জানান অমিতাভ বচ্চন। যা শুনে তাঁর অনুরাগীরা আশ্বস্ত হন। বিগ বি যবে এবার যাওয়ার সময় হয়েছে বলে সোশ্যাল সাইটে লেখেন, তখন থেকেই তাঁর অনুরাগীদের মধ্যে জোর চর্চা শুরু হয়ে যায়।

দেখুনওই ভাইরাল ট্যুইটে কী লিখেছিলেন অমিতাভ বচ্চন...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)