শাহরুখ খান এবার ৬০ বছরে পড়লেন। রোমান্স কিং-এর বয়স যে শুধু নামে হয়েছে,তা বলার অপেক্ষা রাখে না। তাইতো বাজ়িগর থেকে জওয়ান, শাহরুখের জাদু অব্যাহত। শিল্পা শেট্টি থেকে কাজল কিংবা দীপিকা পাড়ুকোন, শাহরুখের বিপরীতে কাজ করেছেন বলিউডের একের পর এক প্রথম সারির অভিনেত্রী। তাই শাহরুখ ম্যাজিক যেন অব্যাহত। এলার শাহরুখের ৬০ বছরের জন্মদিনে তাঁকে অন্যরকমভাবে শুভেচ্ছা জানান শিল্পা শেট্টি।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে শিল্পা লেখেন, শাহরুখ তাঁর প্রথম হিরো। বাজ়িগর থেকে তাঁদের যাত্রা শুরু হয়েছিল। জেনারেনশন এ থেকে জ়েড, প্রত্যেককে শাহরুখের কাছে রোমান্স শিখতে হবে বলে মন্তব্য করেন শিল্পা। পাশাপাশি জন্মদিনে শাহরুখের সুস্বাস্থ্যের প্রার্থনাও করেন শিল্পা শেট্টি।

যা দেখে পালটা উত্তর দেন শাহরুখ খান। তিনিও পালটা শিল্পাকে ভালবাসা জানান। তবে এ থেকে জ়েড, যে জেনারেশনই হোক না কেন, বাজ়িগরের মত কেউ যেন ছাদে না যান হটাৎ করে, সেই কথা বলতে শোনা যায় এসআরকে-কে।

আরও পড়ুন: Shah Rukh Khan Birthday: জন্মদিনে মন খারাপ শাহরুখের, ভক্তদের কাছে কেন ক্ষমা চাইলেন কিং খান?

দেখুন শাহরুখের জন্মদিনে শিল্পার পোস্ট এবং তাতে এসআরকে-র উত্তর...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)