Shah Rukh Khan (Photo Credits: X)

প্রতিবারের মত এবারও মুম্বইয়ের 'মন্নত (Mannat)'-এর সামনে কার্যত জনজোয়ার জন্মদিনে প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য প্রহর গুনছিলেন ভক্তরা কিন্তু এবার আর দেখা মিলল না কিং-এর জন্মদিনে মন্নতের বারান্দায় এসে আর চেনা ছন্দে ধরা দিলেন না অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan) এবার আর ভক্তদের উদ্দেশে হাত নেড়ে ছুড়ে দেওয়া হল না ফ্লাইং কিস আর তাই ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিলেন বলিউড বাদশাহ কিন্তু কেন এবার মন্নতের বারান্দায় দেখা গেল না তাঁকে? নিজের মুখেই কারণ ব্যাখ্যা করলেন শাহরুখ

এদিন সন্ধ্যায় সামাজিক মাধ্যমে কিং খান লেখেন, "আমার জন্য যাঁরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, তাঁদের সঙ্গে দেখা করতে পারলাম না কারণ কর্তৃপক্ষের তরফে এবার আমায় মন্নতের বাইরে আসতে বারণ করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত ভিড় সামলানো কঠিন হয়ে দাঁড়াতে পারে সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী সকলে ধন্যবাদ" শুধু তাই নয়, কিং-এর আরও সংযোজন "বিশ্বাস করুন আপনারা আমায় যতটা না মিস করবেন আমি ওই মুহূর্তটাকে আরও বেশি মিস করব আপনাদের জন্য আমিও অপেক্ষায় ছিলাম আপনাদের সকলকে আমার ভালবাসা জানাই"

উল্লেখ্য, আজ নভেম্বর ষাটে পা দিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান সকাল থেকেই প্রিয় তারকার জন্মদিন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত শুভদিনের বিশেষ চমক শাহরুখের পরবর্তী সিনেমা 'কিং'-এর ট্রেলার এদিন সকালেই এই সিনেমার প্রথম ট্রেলার প্রকাশিত হয়েছে বাদশাহকে নতুন লুকে দেখে উত্তেজনায় ভাসছেন ভক্তরা

জন্মদিনে মন খারাপ শাহরুখের, ভক্তদের কাছে কেন ক্ষমা চাইলেন কিং খান?