ভারতের সর্বপ্রথম মানসিক স্বাস্থ্য অ্যাম্বাসাডার (India's First Mental Health Ambassador) হলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার (J P Nadda) সঙ্গে বৈঠক করতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। আর সেখানেই জানানো হয়, ভারতের প্রথম মেন্টাল হেলথ অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন দীপিকা। মেন্টাল হেলথ ডে-তই দীপিকা পাড়ুকোনকে এই প্রকল্পের অ্যাম্বাসাডার হিসেবে মনোননীত করা হয়েছে বলে জানানো হয়। যা দেখে আপ্লুত অভিনেত্রীর অসংখ্য অনুরাগী।
প্রসঙ্গত মানসিক স্বাস্থ্যের জন্য ভুগেছেন দীপিকা। নিজেই বার বার স্বীকার করেছেন সেই কথা। আর এবার সেই দীপিকা পাড়ুকোনকেই ভারতের মেন্টাল হেলথ অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হল কেন্দ্রীয় সরকারেরর তরফে।
সবে সবে মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। দীপিকা এবং রণবীরের জীবনে এসেছে ছোট্ট দুয়া। মা হওয়ার পর ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না বলে জানানা দীপিকা। যার জেরে সন্দীপ রেড্ডি ভাঙার সিনেমা থেকে সরতে হয় তাঁকে। যা নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি নায়িকাকে। তা সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড়ই রয়েছেন দীপিকা পাড়ুকোন।
দেখুন দীপিকার মুকুটে নয়া পালক..
On the occasion of #WorldMentalHealthDay 2025, Union Health Minister @JPNadda launches new initiatives for the #TeleMANAS App
Launches enhanced Tele MANAS App featuring Multi-lingual UI for enhanced accessibility, Chatbot feature for users to engage with the app and an Emergency… pic.twitter.com/gUctfOBPSx
— PIB India (@PIB_India) October 10, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)