Photo Credits: Twitter

সিওল: চিড়িয়াখানা থেকে ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল একটি জেব্রা (Zebra)। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় তাকে পাকড়াও করে ফের চিড়িয়াখানায় (Zoo) ফিরিয়ে নিয়ে যান আপৎকালীন পরিষেবার কাজে নিযুক্ত কর্মীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার (South Korea) রাজধানী সিওলে (Seoul)।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জেব্রাটি চিলড্রেনস গ্র্যান্ড পার্ক জু (Children’s Grand Park Zoo) থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি ব্যস্ত রাস্তায় (Streets) ঘুরে বেড়াচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে অনেক মানুষ তার ভিডিয়ো ও ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেন। পরে  আপৎকালীন পরিষেবার কাজে নিযুক্ত কর্মীরা বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পর ওই জেব্রাটিকে ধরে ফের চিড়িয়াখানায় ফিরিয়ে নিয়ে যান।

এদিকে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল (Viral video) হয়েছে। যা দেখে মজা পেয়েছেন অনেক নেটিজেনই। আরও পড়ুন: Child Constable In Chhattisgarh: পাঁচ বছরের নাবালককে শিশু কনস্টেবল হিসেবে নিয়োগ ছত্তিশগড় পুলিশের, দেখুন সেই ভিডিয়ো