Pull-Ups Guinness World Record: হেলিকপ্টার থেকে ঝুলে এক মিনিটে সর্বাধিক পুল-আপ, গিনেস রেকর্ড ভাঙলেন ইউটিউবার, দেখুন ভিডিও
Stan Browney Breaks Guinness World Record (Photo: Guinness World Record)

এন্টওয়ার্প, ৬ অগাস্ট: হেলিকপ্টার (Helicopter) থেকে ঝুলন্ত অবস্থায় এক মিনিটের মধ্যে সর্বাধিক পুল-আপ (Pull-Ups) দিয়ে জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Record) নাম তুললেন এক ইউটিউবার। নেদারল্যান্ডসের স্ট্যান ব্রাউনি (Stan Browney) নামের ওই যুবক অ্যাথলিট আরজেন আলবার্সের (Arjen Albers) সঙ্গে একটি ইউটিউব চ্যানেল চালান। চলতি বছরের ৬ জুলাই বেলজিয়ামের এন্টওয়ার্পের হোভেন এয়ারফিল্ডে তিনি গিনেস রেকর্ডটি করেন।

এর আগে হেলিকপ্টার থেকে ঝুলন্ত অবস্থায় সর্বাধিক পুল-আপ দেওয়ার রেকর্ডটি আর্মেনিয়ার রোমান সাহরাদিয়ানের দখলে ছিল। তিনি ২৩টি পুল-আপ দিয়েছিলেন। আরও পড়ুন: CWG 2022 Day 9 India Schedule: কমনওয়েলথ গেমসের নবম দিনে কোন কোন ইভেন্টে নামছে ভারতীয়রা, দেখে নিন সম্পূর্ণ সূচি

দেখুন ভিডিও:

জিডব্লিউআর জানিয়েছে, স্ট্যান ব্রাউনি ও আরজেন আলবার্স দুজনেই আগের রেকর্ড ভাঙার জন্য় প্রতিযোগিতায় নামেন। প্রথমে আলবার্স ২৪টি পুল-আপ দিয়ে সাহরাদিয়ানের আগের রেকর্ডটি ভেঙে দেন। তবে তাঁকেও ছাপিয়ে ব্রাউনি ২৫টি পুল-আপ দেন ও প্রতিযোগিতার বিজয়ী হন।