Friendship Of Crane And Old Man : সারসের সঙ্গে বৃদ্ধের বন্ধুত্ব দেখে আশ্চর্য হবেন, দেখুন ভিডিও
Crane And Old Man (Photo Credit Twitter)

উত্তরপ্রদেশ : সারস ও এক বৃদ্ধের মধ্যে অনন্য বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে উত্তরপ্রদেশের বস্তি গ্রামে। বৃদ্ধ ভগবতী লোহার সঙ্গে একটি সরসের এমন মজার বন্ধুত্ব (Friendship) হয়েছে যে, তা দেখতে ভিড় জমান অনেকেই। সারসটি এখন পুরো গ্রামের সদস্য হয়ে উঠেছে। চা বিক্রেতার ইশারায় সারসটি নাচও দেখায়। সারস (Crane) ও চা বিক্রিতার এই সম্পর্ক দেখে অভিভূত হন সকলে। দলে বেঁধে লোকজন সারসটির সঙ্গে সেলফিও তোলেন।

তিন মাস ধরে ওই এলাকাই এমন দৃশ্য দেখা যাচ্ছে। সারসটি এখন বিনা ভয়ে সারা গ্রামে ঘুরে বেড়ায়। যখন তার খিদে লাগে সে চা বিক্রেতার কাছে চলে আসে। তখন ওই বৃদ্ধ তাকে দোকানে থাকা বিভিন্ন খাবার ও জল খাওইয়ান। ওই বিক্রেতা যখন মাঠে কাজ করতে যান তখন সারসটিও সেখানে তাঁর সঙ্গে সঙ্গে পৌঁছে যায়।

আরও পড়ুন : Python Video :  ১৯ ফুট লম্বা অজগর ধরলেন ২২ বছরের যুবক, দেখুন সেই বিস্ময়কর  ভিডিও

বৃদ্ধ ও সরসের বন্ধু ভগবতী লোহার বলেন, তিন মাস আগে এই সরস এখানে এসেছিল। আমি তাকে ডাকলে সে আমার কাছে আসে, আমি তাকে খাবার দিয়েছিলাম, তারপর থেকে সে প্রতিদিন সকালে আমার কাছে আসে। খাবার খেয়ে সন্ধ্যায় নিজের বাসায় চলে যায়।

দেখুন ভিডিও