ভোটের আবহে জল সংকটে ভুগছে গোটা একটি গ্রাম। ঘটনাটি ঘটেছে পশ্চিম মহারাষ্ট্রের (Western Maharashtra) সোলাপুর জেলার মালশিরাস তালুকা গ্রামে। জানা যাচ্ছে, গরম পড়লেই গ্রামের এরকম দুর্দশা দেখা যায়। খাওয়ার জল পাওয়া যায় না, এমনকী চাষের কাজও বন্ধ রাখতে হয় এই সময়। প্রতিবছরই জলের সমস্যা দেখা যায় এই গ্রামে। কিন্তু স্থানীয় প্রশাসন কোনও পদক্ষেপই নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় এক মহিলা জানিয়েছেন, প্রায় ১৫-২০ দিন অন্তর এখানে জল নিয়ে আসা হয়। সেই জল আমরা সংরক্ষণ করে রেখে ব্যবহার করি। আমি বিয়ে করে আসার সময় থেকেই গ্রামের এই অবস্থা প্রতি বছরই দেখতে পাই। এঁটো বাসন, জামাকাপড় সব রেখে দিতে হয়। জল আসলে তখন সেগুলি ধোয়া হয়। খুব সমস্যায় আছি আমরা। স্থানীয় প্রশাসনকে আমরা প্রতিবছর অনুরোধ করি। কিন্তু তাঁরা শুধু ভোটের সময়ই এই এলাকায় এসে প্রতিশ্রুতি দেয়। তারপর ভোট মিটলে কোনও কাজ হয় না।
#WATCH | Western Maharashtra's Solapur district villages face a severe water crisis. Water is being supplied by tankers once in 15 days to 22 villages of Malshiras taluka. Due to water shortage, farmers have reportedly stopped farming in the region. pic.twitter.com/cYYXy5k7sY
— ANI (@ANI) May 3, 2024
জানা যাচ্ছে এবারে এই এলাকায় জলসংকট এতটাই তীব্র হারে দেখা দিয়েছে যে ১৫-২০ দিন বাদে যে জল আসবে তার কোনও নিশ্চয়তা নেই। যার ফলে দোকান থেকে প্রায় দ্বিগুন টাকায় জল কিনে ব্যবহার করতে হচ্ছে। গ্রামবাসীরা কৃষিকাজ বন্ধ রেখেছে কারণ এলাকার পুকুর বা জলাশয় শুকিয়ে গিয়েছে। যদিও এই জল সংকট মেটানোর জন্য স্থানীয় প্রশাসন পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেছে।