নয়াদিল্লি: ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত।জলপ্রপাতটির (Angel Falls Venezuela) উচ্চতা ৩,২১২ ফুট অর্থাৎ ৯৭৯ মিটার, গভীরতা ৮০৭ মিটার। এই জলপ্রপাতের জল বয়ে যায় আউয়ান্টেপুই পর্বত এলাকায় অবস্থিত কানাইমা জাতীয় উদ্যানে, যা বলিভার রাজ্যের গ্রান সাবানা অঞ্চলে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এক টুইটার ব্যবহারকারী @gunsnrosesgirl3 জলপ্রপাতটির একটি সুন্দর দৃশ্য শেয়ার করেছেন। যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
দেখুন ভিডিও
Angel Falls in Venezuela,
the world's tallest uninterrupted waterfall
— Science girl (@gunsnrosesgirl3) September 11, 2023
বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় এই জলপ্রপাতটির নাম দেওয়া হয়েছিল অ্যাঞ্জেল।