আগ্রা: উত্তরপ্রদেশের আগ্রায় মহিলা কর্মীরা বিজেপির (BJP) এক দলীয় কর্মীকে চটিপেটা করলেন। অভিযোগ করা হচ্ছে যে বিজেপি কর্মী নিজের অশ্লীল ভিডিও তৈরি করে মহিলাদের কাছে পাঠাতেন। বেশ কয়েকবার বোঝানোর পরেও যখন সে কথা শোনেনি তখন বিজেপির মহিলা কর্মীর বাড়িতে পৌঁছে তাঁর স্ত্রীকে তার পুরো অপকর্মের কথা জানান। এরপর, তার স্ত্রীর সামনেই তাকে চটি দিয়ে মারধর করা হয়। তাকে লাথি, ঘুষি এবং চটি দিয়ে মারধর করা হয়।
বিজেপি মহিলা কর্মকর্তা আশা আগরওয়াল বলেন, খান্ডৌলি এলাকার বাসিন্দা আনন্দ শর্মা গত দুই মাস ধরে অশ্লীল ছবি এবং ভিডিও পাঠিয়ে মহিলাদের হয়রানি করে আসছিলেন। আনন্দ শর্মা তার অপকর্ম বন্ধ করেননি। অভিযুক্ত তার তৈরি অশ্লীল ভিডিও অঙ্গনওয়াড়ি কর্মীর পাশাপাশি বিজেপির মহিলা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছিলেন।
বিজেপি কর্মীকে চটি পেটা
In Agra women beat up a BJP worker with slippers video goes viral! Allegation
BJP booth president Anand used to send obscene videos to women workers! Women entered his house and beat him with kicks punches and slippers! @Uppolice @agrapolice #VideoViral pic.twitter.com/4uHxvSZWmW
— Amir Qadri (@AmirqadriAgra) July 13, 2025
বিজেপি মহিলা মোর্চার মহানগর সভাপতি উপমা গুপ্তা বলেন, খান্ডৌলি এলাকার বাসিন্দা আনন্দ শর্মা গত দেড় মাস ধরে মহিলাদের কাছে অশ্লীল ছবি এবং ভিডিও পাঠাচ্ছিলেন। ভুক্তভোগী মহিলারা তার কাছে এই বিষয়ে অভিযোগ করেছিলেন। তিনি ফোনে তাকে ব্যাখ্যা করলে তিনি ক্ষমা চেয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার কার্যকলাপ থামেনি, ফলে তাকে তার বাড়িতে গিয়ে শিক্ষা দেওয়া হয়েছে।