Uttar Pradesh Video (Photo Credit: Twitter)

দশেরার মিছিল থেকে উঠে এল অন্য  ছবি। যেখানে দশেরার মিছিলে তোলয়ার, বন্দুক নিয়ে উল্লাস করতে দেখা যায় একদল মানুষকে। দশেরার মিছিলে তলোয়ার, বন্দুক নিয়ে যখন মিছিল শুরু হয়, সেই সময় সেখানে হাজির প্রত্যেকের মুখে শোনা যায় জয় শ্রীরাম ধ্বনি। ১০ দিনের নবরাত্রি এবং দুর্গা পুজোর শেষে বিজয়া দশমী বা দশেরার দিনে উত্তরপ্রদেশে মিছিল করেন মানুষ। সেখানেই জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হওয়ার পর তলোয়ার, বন্দুক প্রদর্শন করেন মানুষ। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর এলাকায় যখন দশেরার দিন মানুষ এমন মিছিল করেন, সেই ছবি দেখে অবাক হয়ে যান অনেকে।

তবে দশেরার ওই মিছিলের ছবি বা ভিডিয়ো যাতে কেউ না তোলেন, সে বিষয়ে অনেকে বলতে শুরু করেন। তা সত্ত্বেও একাধিক ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

 

বিষয়টি নিয়ে পুলিশকে জিজ্ঞাসা করা হলে, ঐতিহ্য বলে দাবি করা হয়। বিজয়া দশমী বা দশেরার সিদ্ধার্থনগর এলাকার কিছু মানুষ তলোয়ার, বন্দুক নিয়ে মিছিল করেন। ধারাবাহিক ঐতিহ্য মেনে ওই মিছিল করায়, পুলিশের কিছু করণীয় নেই বলেও জানানো হয়।