পাঞ্জাবের অমৃতসরে একটি মোবাইলের দোকানে হঠাৎ গুলির শব্দ। দোকানে কর্মরত যুবকের উপর আচমকা চলল গুলি, সামনে তখন বন্দুক হাতে এক পুলিশ  সদস্য।  তবে কী তিনি চালালেন গুলি? ঘটনার পরেই সেই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

কিন্তু কী ঘটেছিল দোকানে?ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অভিযুক্ত পুলিশ সদস্য একটি মোবাইলের দোকানে দাঁড়িয়ে আছেন।  সে তার বন্দুক বের করে তার পাশে দাঁড়িয়ে থাকা একজনকে এবং মোবাইলের দোকানের কাউন্টারে বসে থাকা অন্য একজনকে দেখাচ্ছেন। অনেকক্ষণ ডেমো চলার পর আচমকাই বন্ধুক থেকে ছিটকে আসে গুলি। দেখুন সেই ভিডিও-