বেঙ্গালুরু, ২৯ অক্টোবর: অটো চালক কিংবা ক্যাব চালকের সঙ্গে যাত্রীর ঝগড়া বা চিৎকার, চেঁচামেচি যেন বর্তমানে নিত্যদিনের কর্মকাণ্ড হয়ে দাঁড়িয়েছে। এবার বেঙ্গালুরুতে (Bengaluru) এক অটো চালক অত্যন্ত খারাপ ব্যবহার করলেন যাত্রীর সঙ্গে। অটো চালককে মাত্র ২ মিনিট অপেক্ষা করতে বলেছিলেন ওই তরুণী। যার ফল যে এমন হতে পারে, তা তিনি ভাবতেও পারেননি। অটো চালককে (Auto Driver) মাত্র ২ মিনিট অপেক্ষা করতে বলে ওই তরুণী ১০ মিনিট ধরে তাঁকে দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ। যা রাস্তার উপর দাঁড়িয়ে চিৎকার করে বলতে শুরু করেন ওই অটো চালক।
অন্যদিকে ওই তরুণী যাত্রীর পালটা দাবি, অটো চালককে তিনি ২ মিনিট বলেছিলেন দাঁড়ানোর জন্য। দরজায় তালা বন্ধ করে তিনি আসছেন বলে ওই অটো চালককে জানিয়েছিলেন। সময় মতই তিনি হাজির হন। তাও তাঁকে দেখে অটো চালক তেড়েফুড়ে ওটেন বলে পালটা দাবি করেন ওই তরুণী।
ফলে বেঙ্গালুরুর রাস্তায় অটো চালকের সঙ্গে ওই তরুণীর চূড়ান্ত বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। যার মাঝে ওই তরুণী অটো ক্যানসেল বা বাতিল করছেন বলে জানান। যা শুনে অটো চালক পালটা দাবি করেন, ক্যানসেল করার চার্জ বা টাকা তাঁকে দিতে হবে। না হলে তিনি সেখান থেকে নড়বেন না। এমনকী ওই তরুণী কীভাবে সেখান থেকে যান, তা দেখে নেবেন বলেও জানান।
গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড করেন ওই তরুণী। তারপর নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই তরুণী সংশ্লিষ্ট অটো চালকের কথাবার্তার ভিডিয়ো পোস্ট করেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
দেখুন বেঙ্গালুরুর রাস্তায় কীভাবে তরুণীকে হুমকি দিলেন অটো চালক...
who runs your mafia business? Because this driver just harassed me for waiting for 3 mins and he has the audacity to say "dekhta hoon kaise jaate ho".
I booked an auto. I ask him to wait for 2 mins because I was finding the keys. I come down. This certain… pic.twitter.com/unRA0QZXZh
— Shreya (@miless_15) October 29, 2025