Failed Robbery Attempt Photo Credit: Twitter@UOldguy

চুরি করা খারাপ এবং এতে কোন সন্দেহ নেই। কিন্তু এখনও আমাদের চারপাশে অনেক খারাপ মানুষ আছে যারা অন্যায্য, অবৈধ পদ্ধতি ব্যবহার করে দ্রুত অর্থ উপার্জন করার চেষ্টা করে। এইরকম একজন ঠগ যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের ডেউসবারির ফোন মার্কেটের দোকান থেকে একটি বহুমূল্য ফোন চুরি করার চেষ্টা করেছিল, কিন্তু তাঁর চুরির চেষ্টা বিফলে যায়,আর চুরি করা মোবাইলটিও  তাকে ঘুরেফিরে স্টোর ম্যানেজারের কাছে ফিরিয়ে দিতে হয়। কিন্তু এটা কিভাবে হল? চোরের কি হৃদয় পরিবর্তন হয়েছে?  নাকি সে তাঁর সিদ্ধান্ত বদল করেছে?

ঘটনা হল ওরকম কিছুইনা। ভিডিওতে দেখা গেছে-ক্রেতা বিক্রেতার সঙ্গেমোবাইল সেট এর দরদাম করছিলেন। তারই মাঝে একটি বহুমূল্য সেটের দাম বলার পর ক্রেতা চোখের নিমেষে মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। কিন্তু ভাগ্যদেবতা সহায় হয়নি তাঁর ওপর। কারন ইতিমধ্যেই বাইরে যাওয়ার দরজাটি  সম্পূর্ণ ভাবে লক হয়ে গিয়েছিল।  শেষমেশ ভ্যাবাচ্যাকা খেয়ে ওই ব্যক্তি মোবাইল সেট টি আবার ফিরিয়ে দিয়ে যান।

দেখুন সেই মজার ভিডিও