Banana Or Snake? Photo Credit: Twitter@gunsnrosesgirl3

প্রকৃতি তার সমস্ত সৃষ্টিকে আলাদা পরিচয় ও দৃষ্টিভঙ্গি দিয়েছে। ক্ষুদ্রতম পাখি থেকে শুরু করে বড় আকারের প্রাণী পর্যন্ত, তাদের এমন অনুভূতি দেওয়া হয়েছে যা মানুষের কাছে নাও থাকতে পারে। উদাহরণস্বরূপ, কুকুরের ঘ্রাণশক্তি আমাদের চেয়ে ভাল। শিকারী পাখিরা তাদের শিকারকে অনেক দূর থেকে দেখতে পারে, যা মানুষের পক্ষে অসম্ভব। শিকারীদের হাত থেকে রক্ষা করার জন্য অনেক প্রজাতিকে তাদের প্রাকৃতিক ঢাল দেওয়া হয়েছে।যাকে বলা হয় ক্যামোফ্লেজ।  ক্যামোফ্লেজের খুব ভালো উদাহরণ হল গিরগিটি। তবে এই লুকিয়ে থাকার কৌশলে এগিয়ে রয়েছে সাপ ও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে আপনি অবাক হতে বাধ্য। প্রথমে দেখলে মনে হবে একটি পাত্রে দুটি কলা আছে। কিন্তু তারপর হাত দিয়ে তোলা হলে দেখা যায় পেঁচানো অবস্থায়  একটি অজগর যার চামড়ার রঙের সঙ্গে মিশে রয়েছে কলার রং।  সঙ্গে একসঙ্গে রাখা রয়েছে। ভিডিওটি সায়েন্স গার্ল নামক এক টুইটার ব্যবহারকারী শেয়ার করেন। দেখুন সেই ভিডিও-