Viral Video: কয়েক মিলি সেকেন্ডের ব্যবধানে ২ বার পথ দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে রক্ষা! দেখুন ভিডিও

কয়েক মিলি সেকেন্ডের ব্যবধানে একবার নয়, দুবার পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যুর হাত থেকে রক্ষা পেল একটি ছেলে। মাত্র কয়েক মিলি সেকেন্ডের ব্যবধানে আট বছরের ছেলেটি মোটরসাইকেলে ধাক্কা খাওয়া ও বাসের নীচে পিষ্ট হওয়া থেকে বেঁচে গিয়েছে। কেরালার (Kerala) এই ঘটনার ভিডিও সিসিটিভি-তে ধরা পড়েছে। ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটি হাজার হাজার বার দেখা হয়েছে। ছেলেটির অল্প আঘাত লাগে কিন্তু তার সাইকেলটি বাসের চাকায় পিষ্ট হয়ে দুমড়ে মুচড়ে গিয়েছে।

১৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে ছেলেটি তার সাইকেল নিয়ে একটি ব্যস্ত রাস্তার দিকে দ্রুত গতিতে আসছে। একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সে ছিটকে রাস্তার অপর পাশে পড়ে যায়। ঠিক তখনই রাজ্য পরিবহন সংসংথার একটি বাস ছেলেটির সাইকেলের উপর দিয়ে চলে যায়।

দেখুন ভিডিও:

ঘটনাটি নজরে আসতেই ছেলেটির দিকে ছুটে যায় স্থানীয় লোকজন। ততক্ষণে সে উঠে দাঁড়িয়েছে এবং কোথায় কোথায় লেগেছে তা দেখছে।