সশস্ত্র দুষ্কৃতীকে কীভাবে জব্দ করতে হয়, তা দেখিয়ে দিলেন পুলিশ (Police) অফিসার। দুষ্কৃতীর হাত থেকে ছুরি কেড়ে নিয়ে কীভাবে তাকে নিরস্ত্র করতে হয়, তা প্রকাশ্যে দেখিয়ে দিলেন কেরলের এক অকুতোভয় পুলিশ আধিকারিক। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। যেখানে দেখা যায়, কেরলের (Kerala) কায়ামকুলামে পুলিশের গাড়ি দেখে বড় ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এক দুষ্কৃতী। সেই সময় ওই ব্যক্তিকে পিঠমোড়া দিয়ে বেধে তার হাত থেকে ছুরি কেড়ে নেন পুলিশ আধিকারিক।
আরও পড়ুন: Karan Johar: কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে বলি পরিচালক করণ জোহর? দাবি ঘিরে চাঞ্চল্য
প্রকাশ্যে ওই পুলিশ আধিকারিক যেভাবে দুষ্কৃতীকে শায়েস্তা করেন, তা দেখে তাঁকে হিরোর তকমা দেন নেটিজেনরা। দেখুন সেই ভিডিয়ো...
How a real #hero looks like…
Kudos to this Sub Inspector of Police from Kerala
@TheKeralaPolice pic.twitter.com/UZfX5Wya7J
— Swati Lakra (@SwatiLakra_IPS) June 19, 2022
পুলিশ অফিসারের সাহস দেখে, তাঁকে এরপর সাহায্য করতে এগিয়ে যান সেখানে হাজির অনেকে। স্বাতী লাকরা নামে এক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক কেরলের ওই ভিডিয়ো শেয়ার করেন। যা মন কেড়ে নেয় নেটিজেনদের।