স্থানীয় একটি জঙ্গলে গত ২১ অক্টোবর রবার সংগ্রহ করতে গিয়েছিলেন জাহ্‌রা নামের বছর ৫৪-র এক প্রৌঢ়া। জঙ্গলের মধ্যেই ২২ ফুটের প্রকাণ্ড পাইথনের মুখোমুখি হন তিনি। দীর্ঘ লড়াইয়ের পর সাপটি তাঁকে জ্যান্ত গিলে নেয়। এদিকে জঙ্গল থেকে না ফেরায় পরিবারের লোকজন পুলিশে খবর দেন। উদ্ধারকারী দল নিকটবর্তী এলাকায় প্রৌঢ়ার খোঁজ চালায়। এরকম সময়ে বিশাল সাপটিকে দেখতে পান উদ্ধারকারীরা। তার পেটের বেশ কিছুটা অংশ অস্বাভাবিক রকম ফোলা দেখে তাঁদের সন্দেহ হয়। ফোলা পেটে নিখোঁজ প্রৌঢ়াকে পাওয়া যেতে পারে ভেবে সাপের পেট কেটে ফেলা হয়। দেখা যায়, সেখানেই রয়েছে জাহ্‌রার নিথর দেহ।ঘটনাটি ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের।

উদ্ধার করার পর দেখা গেছে শরীরের একাধিক অংশে ক্ষত ছিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাপটি প্রথমে প্রৌঢ়াকে ছোবল দেয়। তার পর নিজের দেহ সংকুচিত করে তাঁকে ক্রমশ পিষে ফেলে। এক সময় প্রৌঢ়াকে গিলে নেয় ২২ ফুটের সেই পাইথন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারণ ইন্দোনেশিয়ায় ওই জঙ্গলে আরও এমন বড় সাপ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কিছু দিন আগে ২৭ ফুটের পাইথন দেখা গিয়েছিল সেখানেই। সেই সাপের খোঁজ চলছে। ২০১৭ সালের মার্চেও এরকম ঘটনা ঘটেছিল।