হাত দিয়ে সাপ (Snake) ধরলেন বন দফতরের আধিকারিক (Forest Official )। তাও আবার কোবরা (Cobra)। কেরলে এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে বন দফতরের এক মহিলা আধিকারিককে হাত দিয়ে কোবরা ধরতে দেখা যায়। দেখুন সেই ভিডিয়ো...
A brave Forest staff Roshini rescues a snake from the human habitations at Kattakada. She is trained in handling snakes.
Women force in Forest depts across the country is growing up in good numbers. VC @jishasurya pic.twitter.com/TlH9oI2KrH
— Sudha Ramen (@SudhaRamenIFS) February 3, 2022
কেরলের (Kerala) বন দফতরের ওই মহিলা আধিকারিকের ভিডিয়ো দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনরা। কেরলের ওই বন দফতরের আধিকারিক যা করলেন, সাধারণ মানুষ তা কল্পনাও করতে পারবেন না বলে তাঁর প্রশংসা করেন নেট জনতা। জানা যায়, সাপটি লোকালয়ে ঢুকে পড়েছিল। সেই কারণে নিজের জীবন বাজি রেখে ওই মহিলা অফিসার নিজের হাতে বিষাক্ত কোবরা ধরে পরে সেটিকে ফের জঙ্গলে ছেড়ে দেন।
আরও পড়ুন: Arunachal Pradesh: অরুণাচলে প্রবল তুষারধ্বসে নিখোঁজ ভারতীয় সেনা বাহিনীর ৭ জওয়ান
শুধু তাই নয়, স্থানীয়দের রক্ষা করতে গিয়ে বন দফতরের মহিলা আধিকারিক রোশনি কেন শুধু প্যান্ট, জামা পরে হাজির হন নিজের নিরাপত্তার কথা না ভেবে, তা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন।