(Photo: Twitter)

আচমকা আকাশ থেকে মাটিতে পড়ল এক ঝাঁক পাখি (Bird)। ফুটপাথে পড়ার পর তাদের মধ্যে বেশিরভাগেই মৃত্যু হল। ৭ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে মেক্সিকোর (Mexico) চিহুয়াহুয়াতে। আকাশ থেকে পাখির ঝাঁক পড়ার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি-তে। আর সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে শত শত হলুদ মাথাওয়ালা ব্ল্যাকবার্ড আকাশ থেকে পড়েই মারা যাচ্ছে। ফুটপাতে মৃত পাখিদের দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ জানিয়েছে যে তারা সোমবার সকালে এই ঘটনা সম্পর্কে জানতে পারে।

ফুটেজটি টুইটারে ১.৪ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এবং ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানাতে পারেনি যে কেন পাখিগুলি রহস্যজনকভাবে আকাশ থেকে পড়েছিল। আরও পড়ুন: Bappi Lahiri Funeral: বাপ্পি লাহিড়ির শেষকৃত্য আগামী কাল, জানাল পরিবার

দেখুন ভিডিও: 

একজন পশুচিকিৎসকের দাবি, পাখিরা হয় বিষাক্ত ধোঁয়া শ্বাস নিয়েছিল, যা সম্ভবত একটি হিটার থেকে বেরিয়েছিল অথবা বিদ্যুৎ লাইনে বসার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। আবার অনেকেই পাখিদের মৃত্যুর জন্য ফাইভ জি নেটওয়ার্ককে দায়ী করছেন।