আহমেদাবাদ, ৩০ অক্টোবর: ফের মদ্যপের (Drunk Driver) কুকীর্তি সামনে এল। এবার মত্ত হয়ে গাড়ি চালাতে দেখা গেল ২ ভাইকে। আকণ্ঠ মদ্যপান করে ২ ভাই যখন রাস্তায় গাড়ি চালাতে নামে, সেই সময় একটি বাইকে ধাক্কা দিয়ে, তা সামনের দিকে তারা টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করে। মদ্যপ অবস্থায় মণীষ প্যাটেল এবং মেহুল প্যাটেল নামে দুই বাই গাড়ি চালাতে শুরু করে। এরপর মত্ত অবস্থাতেই মণীষ এবং মেহুল এক বাইক আরোহীকে ধাক্কা দেয়।
এরপর ওই বাইক আরোহীর দু চাকা তারা গাড়ির সামনে বাধিয়ে ২ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। মত্ত অবস্থায় গাড়ি চালানোর ফল যে কতদূর মারাত্বক হতে পারে, তা এই ভিডিয়ো না দেখলে বুঝতে পারবেন না আপনি।
গুজরাটের (Gujarat) মহিসাগর থেকে এমনই একটি ভিডিয়ো সামনে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। ওই ভিডিয়ো চোখে পড়ার পর পুলিশ মণীশ এবং মেহুল নামে দুই ভাইকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে মণীশ এবং মেহুলের গাড়ি থেকে বেশ কয়েকটি মদের বোতলও পুলিশ উদ্ধার করে।
দেখুন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর পরিণতি...
In Gujarat’s Mahisagar district, a drunk car driver hit a youth’s bike and dragged him for nearly 2 km before he fell off and died. pic.twitter.com/ifDgNQj6LF
— Krishna Chaudhary (@KrishnaTOI) October 29, 2025
প্রসঙ্গত দেশের একাধি জায়গা হিট অ্যান্ড রান কেস দেখা যায়। কোথাও মদ্যপ অবস্থায় কেউ ফুটপাতে গাড়ি তুলে দেয় আবার কেউ পথচারীদের মেরে দেয় অবলীলায়। সেই সঙ্গে রাস্তায় মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে, অন্য গাড়িকে ধাক্কা দিয়ে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার ঘটনা তো প্রায়শয়ই ঘটে। যার জেরে শাস্তিও পেতে হয়। তারপরও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বহর কমেনি কোনওভাবে। এবারও গুজরাট থেকে তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।