
Photo Credit_Youtube
মঙ্গলবার নেদারল্যান্ডসের ডেভেন্টারের মেভলানা বেকারিতে ঘটতে চলেছিল একটি ডাকাতির ঘটনা। কিন্তু বেকারির মালিকের মা ৪৭ বছর বয়সী লতিফ পেকারের সাহসিকতায় বড় ডাকাতির হাত থেকে বেচে গেল সেই দোকানটি।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ঘটনাটি ঘটেছে সকাল ৭টা নাগাদ।লতিফ পেকার যখন তার ছেলের বেকারির কাউন্টারের পিছনে ছিলেন, তখন হুডি পরা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি হাতে ছুরি নিয়ে চলে আসেন ক্যাশ রেজিস্টারের খুব সামনে। কি ঘটতে চলেছে বুঝতে পেরে, পেকার তোয়ালে আর পরিষ্কার করার স্প্রে দিয়ে ডাকাতকে ক্রমাগত আঘাত করতে থাকে। ইতিমধ্যে একজন গ্রাহকও বেকারিতে ঢুকে পড়লে ডাকাতকে পালিয়ে যেতে হয়।ঘটনার ভিডিও সামনে আসতেই সকলেই পেকারের সাহসীকতায় পঞ্চমুখ হয়ে উঠেছেন।