অন্যের স্ত্রীকে 'আই লাইক ইউ' মেসেজ পাঠিয়ে বিপাকে ব্যক্তি। পরস্ত্রীকে পছন্দের কথা জানিয়ে তাঁর স্বামীর হাতে প্রহৃত হয়ে এবার পুলিশের দ্বারস্থ সুশান্ত দত্ত নামে এক ব্যক্তি। সম্প্রতি সুশান্ত দত্ত যেভাবে পাঞ্জাব পুলিশের দ্বারস্থ হয়ে, তাঁর নিরাপত্তার দাবি করেন, তা নজর কাড়ে নেটটিজেনদের।
সুশান্ত দত্ত নামে ওই ব্যক্তি বলেন, তিনি এক মহিলাকে 'আই লাইক ইউ' মেসেজ পাঠিয়েছিলেন। সেই মেসেজ সংশ্লিষ্ট মহিলার স্বামী দেখার পর তাঁকে মারধর করেন। তিনি বার বার ক্ষমা চেয়েও পার পাননি। যাঁকে আই লাইক ইউ মেসেজ পাঠান, সেই মহিলার (Woman) স্বামীর (Husband) কাছে বার বার ক্ষমা চাওয়ার পরও মুক্তি মেলেনি। তাঁকে উত্তমমধ্যম খেতে হয়। তাই এবার পাঞ্জাব পুলিশ যাতে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করে, সেই আবেদন জানান সুশান্ত দত্ত।
সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার আবেদনের পর পালটা উত্তর দেয় পাঞ্জাব পুলিশ (Punjab Police) । সুশান্ত দত্তকে যিনি মারধর করেছেন, তাঁর পুলিশের কাছে হাজির হওয়া উচিত ছিল। পরস্ত্রীকে উত্যক্ত করার জন্য তাঁর কী শাস্তি প্রাপ্য ছিল, তা পুলিশের উপর ছেড়ে দিলে ভাল হত বলেও মন্তব্য করা হয়। অর্থাৎ পরস্ত্রীকে মেসেজ পাঠিয়ে তাঁর স্বামীর হাতে মারধর খেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি যখন আইনের দ্বারস্থ হন, পুলিশের তরফেও কার্যত তাঁকে মজার ছলে দেওয়া হয় উত্তর। পাঞ্জাব পুলিশের সেই উত্তর বর্তমানে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।