মুম্বই, ২৮ অগাস্ট: মোটরম্যান (Motorman) ও আরপিএফ (RPF) কর্মীদের তৎপরতায় এক মহিলার আত্মহত্যার চেষ্টা রোখা গেল। তাও একবার নয়, দু'বার। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) বাইকুল্লা স্টেশনে (Byculla Station)। জানা গিয়েছে, ট্রেনের সামনে দাঁড়িয়ে দু'বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ২২ বছরের ওই মহিলা। বিকেল ৫টা ৫৫ মিনিটে তিনি প্রথমবার আত্মহত্যার চেষ্টা করেন। ট্রেনের মোটরম্যানের অনবরত হর্নের শব্দ শুনে যাত্রীরা তাঁকে ট্র্যাক থেকে সরিয়ে দেন। তাঁকে ১ নম্বর প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়। যদিও আবারও তিনি ট্র্যাকের দিকে ছুটতে শুরু করেন, যেখানে সিএসএমটি (CSMT) গামী ট্রেন আসছিল। তিনি ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন। মোটরম্যান তাঁকে দেখতে পেয়েই হর্ন বাজানো শুরু করেন। এরপর ইমার্জেন্সি ব্রেক কষেন।
মহিলা তখনও ট্র্যাক থেকে না সরাতে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রবীন্দ্র সানাপ মোটরম্যানকে সতর্ক করতে ট্র্যাকে ছুটে আসেন। এরপর মহিলাকে নিরাপদে দূরে ঠেলে সরিয়ে দেন। সৌভাগ্যক্রমে, ট্রেনটি কয়েক ইঞ্চি আগেই থেমে যায়।
দেখুন ভিডিও:
Alert motorman, RPF personnel foil woman's suicide attempt at Byculla stationhttps://t.co/cZvykbbqQE pic.twitter.com/94M7IoLuhF
— TOI Mumbai (@TOIMumbai) August 28, 2022
মহিলা জানিয়েছেন যে তিনি দাদরের বাসিন্দা। প্রেমিকের সঙ্গে ঝগড়া হওয়ার কারণে তিনি আত্মহত্যা করার পরিকল্পনা করেন। তিনি আরও জানান যে বারবার বললেও প্রেমিক তাঁকে বিয়ে করছে না। যদিও, মহিলার প্রেমিক জানিয়েছেন যে তিনি বিয়ে করতে রাজি, তবে এত তাড়াতাড়ি নয়। বাইকুল্লার আরপিএফ ইন্সপেক্টর উপেন্দ্র ডাগর বলেন, "আরপিএফ এবং জিআরপি কাউন্সেলিং করার পর মহিলা ও তাঁর প্রেমিক বাড়ি ফিরে গিয়েছেন।"