Social Media Influencer Arrest: উত্তরপ্রদেশের দুইজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার-এর বিরুদ্ধে চুরির অভিযোগ, গ্রেফতার
Representational Image (Photo Credit: File Photo)

উত্তরপ্রদেশ: সোশ্যাল মিডিয়ার দুইজন ইনফ্লুয়েন্সারকে (Social Media Influencer) গ্রেফতার (Arrest) করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচের। তাঁদের বিরুদ্ধে লোহার বার চুরির অভিযোগ রয়েছে। পুলিশ ৪৫ কুইন্টাল লোহার বার উদ্ধার করেছে এবং ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনায় পুলিশ পাঁচজনের বিরুদ্ধে চুরির এফআইআরও নথিভুক্ত করেছে। দুইজন অভিযুক্ত পলাতক। অভিযুক্তদের মধ্যে সুফিয়ান এবং ফারহান সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রামে জনপ্রিয়, তাঁদের লাখ লাখ ফলোয়ার রয়েছে।

আরও পড়ুন: Murder Caught on Camera: প্রকাশ্য দিবালোকে মদ ব্যবসায়ীকে খুন, ৩৫টি গুলিতে মৃত্যু

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি রিসিয়া থানা এলাকার বৈদক পূর্বে জলজীবন মিশনের গুদাম সংক্রান্ত। গত শনিবার কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক নবীন রেড্ডি অভিযোগ করেছিলেন, গত কয়েক মাসে ১০ টনেরও বেশি লোহার বার চুরি হয়েছে। ইনচার্জ প্রদীপ সিং জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে চুরির মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু হয়।