জলের গামলায় বসে পুজো পাঠ(Photo Credit: ANI Twitter)

বেঙ্গালুরু, ৭জুন: গরমের দাপটে জলের গামলায় বসে পুজো সারলেন পুরোহিতরা (priests sitting in vessels)। এমন খবর প্রকাশ্যে এলে হইচই পড়বে এটাই স্বাভাবিক, হয়েছেও তাই। শুক্রবার অভিনব ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর সোমেশ্বরের মন্দিরে। এমনিতেই দেশজুড়ে তীব্র দাবদাহ চলছে। গোটা দাক্ষিণাত্য বরুণ দেবের রোষানলে একেবারে জর্জরিত। বৃষ্টির কামনায় তাই পুজো পাঠের আয়োজন করে সোমেশ্বর মন্দির কর্তৃপক্ষ। তবে পুজো-তে অংশ নিলেও এই গরমে কিছু দাবিদাওয়া রেখেছিলেন দুই পুরোহিত। তাঁদের দাবি ছিল, জলের মধ্যে বসেই বৃষ্টির জন্য প্রার্থনা করতে চান তাঁরা। মন্দির কর্তৃপক্ষ সেই দাবি মেনে নিয়েছে।

এদিকে এমন পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শেয়ারের ধুম পড়েছে। যে প্রথম ছবিটিকে দেখছেন, তিনিই হেসে গড়িয়ে পড়ছেন। পুরোহিতরা পুজোর জন্য জলে বসতে চাইলেন আর মন্দির কর্তৃপক্ষ তার বন্দোবস্তও করে দিলেন এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন সকলে। এমনকী দুই পুরোহিতের হাতে মোবাইলও দেখা গিয়েছে। জলে বসেই তাঁরা মন দিয়ে নেট সার্ফিং করছেন। এই দেখে নেটিজেনদের একাংশের দাবি, বৃষ্টি আনার মন্ত্র ভুলে গিয়েছিলেন দুজনেই। তাই ফোনে মন্ত্র খুলে মুখস্ত করছিলেন। এদিকে অন্য এক পুরোহিত এই তীব্র গরমকে উপেক্ষা করে বিগ্রহের সামনে হোমযজ্ঞও করছেন। তা দেখে বিহ্বল নেটদুনিয়া। জলে ভাষমান দুই পুরোহিত নাকি ষজ্ঞে বসা পুরোহিত বেশী ভোটের ভাগ কোন দিকে যাবে তানিয়েও চলছে মশকরা। এককথায় গোটা ঘটনায় হেসে খুন নেটদুনিয়া। ভিডিওটি ভাইরাল হতেই মজাদার কমেন্টে উপচে পড়েছে টুইটারের মতো সোশ্যাল মিডিয়া। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেনি মন্দির কর্তৃপক্ষ। আরও পড়ুন- দলিত হয়ে মন্দিরে প্রবেশের চেষ্টায় অপরাধ, রাজস্থানে কিশোরকে গারদে পুরল পুলিশ