Trump Death Rumors মার্কিন মুলুকে সোশ্য়াল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়ছে একটা সোশ্য়াল মিডিয়া গুজব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে মৃত্যু-গুজব। এক্স (আগে নাম ছিল টুইটার)-এ #TRUMPISDEAD (লক্ষাধিক-রও বেশি পোস্ট) এবং #TRUMPDEAD (প্রায় ৫০,০০০ পোস্ট) হ্যাশট্যাগ ট্রেন্ড করছে। তবে সরকারি ভাবে কোনও নিশ্চিত তথ্য নেই। ট্রাম্প আগস্টের শেষ সপ্তাহের কয়েকটি অনুষ্ঠান বাতিল করায় গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে সিইওদের সঙ্গে বৈঠক ও একটি রাজনৈতিক র্যালি বাতিল হওয়ায় তথ্য শূন্যতা তৈরি হয়, যা দ্রুত ভুয়ো পোস্টে রূপ নেয়।
ট্রাম্পের মৃত্য়ু জল্পনা দাবানলের মত ছড়াচ্ছে এক্সে (টুইটারে)
অনেকেই হোয়াইটহাউসের অর্ধনমিত পতাকার ছবি শেয়ার করে, বোঝাচ্ছেন প্রেসিডেন্টের মৃত্য়ুর শোকেই এমনটা করা হয়েছে। যদিও সেই ছবি পুরনো বলেই মনে করা হচ্ছে। ২০২৩-এ ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে মিথ্যা মৃত্যু-বার্তা ছড়ানো হয়েছিল। ২০২০-তে কোভিডে আক্রান্ত হওয়ার সময়ও একই ধরনের গুজব ছড়িয়েছিল।
ট্রাম্পের মৃত্য়ু জল্পনায় বুঁদে নেটিজেনদের একাংশ
Donald Trump DEATH rumors are being spread on social media. pic.twitter.com/I4YPH6L3Qt
— DramaAlert (@DramaAlert) August 30, 2025
দেখুন ট্রাম্পের মৃত্য়ু ঘিরে ষড়যন্ত্র তত্ত্ব
Trump is rumored to be dead and the evidence is super compelling
If he is dead it is the biggest news of the year and easily a 100m runnerhttps://t.co/vIOAh8XkND https://t.co/zpPhHvQZ78
— bust (@IAmAboutToBust) August 30, 2025
হোয়াইট হাউস ট্রাম্পের মৃত্যুর খবর পুরোপুরি ভুয়ো বলে জানিয়েছে। সিএনএন ও এপি-র মতো বিশ্বস্ত সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি জীবিত এবং সক্রিয় আছেন। ২৬ আগস্ট তিনি হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন, যেখানে অপরাধ নীতি নিয়ে আলোচনা হয়। সবচেয়ে বেশি বয়সে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তারঁ পূর্বসূরী জো বাইডেনের মত বয়েসে ভারে ঝুঁকে পড়েননি ৭৯ বছরের ট্রাম্প। তবে গত কয়েক মাস ধরে তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা চলছে।
হোয়াইটহাউসে পতাকা অর্ধনমিত, কিন্তু কারণ ভিন্ন
The flag at the white house is set to fly at half-mass…
It could be related to the recent mass shooting, but many are connecting it to the Trump rumors. https://t.co/hAHBGyau67 pic.twitter.com/VLO1pCRkpS
— DramaAlert (@DramaAlert) August 30, 2025
খবরটি পুরোপুরি ভুয়ো
PSA: DONALD TRUMP IS NOT DEAD
Despite widespread rumors circulating online, reports of former President Donald Trump's death are false. However, he is currently recovering from an illness, with sources indicating that his condition is gradually improving.
— Jevon (@THEJEVONMUSIC) August 30, 2025
বাইডেনের মৃত্যু নিয়ে ট্রাম্প অনুরাগীরা বহু মিথ্যা ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে ছিলেন
গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প শিবির ও তার অনুরাগীরা জো বাইডেনের মৃত্য়ু জল্পনা নিয়ে অনেক ভুয়ো ও ষড়যন্ত্র তত্ত্ব পোস্ট করেছিল। তার ফায়দাও ট্রাম্প পেয়েছিলেন। সেইসব ভুয়ো পোস্টে দাবি করা হয়েছিল, প্রেসিডেন্ট বাইডেন মারা গিয়েছেন, কিন্তু ডেমোক্র্যাটরা তার ক্লোন হিসাবে চালিয়ে ভোটে জিততে চাইছে।
কোথা থেকে ছড়াল ট্রাম্পের মৃত্য়ু জল্পনা
ইনস্টাগ্রাম ও টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিও দাবি করছে, দ্য সিম্পসনস ট্রাম্পের মৃত্যু ২০২৫ সালের আগস্টেই ভবিষ্যদ্বাণী করেছিল। তবে সিরিজের প্রযোজক ম্যাট সেলম্যান জানিয়েছেন, ভিডিওটি আসলে এআই-জেনারেটেড, মূল সিরিজের অংশ নয়। আগস্টের শুরুতে ট্রাম্পের একটি ভাস্কুলার অসুখ ধরা পড়ে। তাঁর বয়স (৭৯), স্থূলতা, এবং ২০২৪ সালের আততায়ীর হামলার ক্ষত মিলিয়ে গুজব আরও জোরালো হয়েছে। তবে এপ্রিল ২০২৫-এর স্বাস্থ্য পরীক্ষায় তাঁকে “এক্সেলেন্ট হেলথ”-এ আছেন বলে ঘোষণা করা হয়েছিল।