Donald Trump Fact Check: শুল্ক বা ট্যারিফ আইন থেকে অভিবাসীদের তাদের দেশে ফেরত পাঠানো, হাভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্রদের পড়ার অবুমতি বাতিল, কোভিড টিকা সার্টিফিকেট অপ্রয়োজনীয় করে দেওয়া। একের পর এক বিস্ফোরক সিদ্ধান্ত নিয়ে দুনিয়াকে চমকে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে ট্রাম্পের এক সিদ্ধান্ত দাবি করে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেইসব ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি একটা নতুন আইন সই করেছেন, যাতে পাঁচ বছর ধরে সম্পর্কে থাকা প্রেম নিজে থেকেই আইনত বিয়ের স্বীকৃতি পানে। মানে পাঁচ বছরের প্রেমিক যুগল ট্রাম্পের আমেরিকায় নাকি আইনত হয়ে যাবে দম্পতি। পাঁচ বছরের প্রেম মানেই আইনত প্রেমিক হয়ে যাবে স্বামী, আর প্রেমিকা হবে স্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট নাকি এই বিষয়ে এক্সিটিউভ অর্ডারে সই করেছেন। আগামী পয়লা অগাস্ট থেকে মার্কিন মুলুকে চালু হয়ে গিয়েছে এই আইন। দাবি এমনই।
ফেসবুক সহ নানা সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মে ভাইরাল পোস্টটি
ফেসবুক, থ্রেডস, ইউ টিউবে– সহ নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্পের এমন অর্ডারটচি দাবানলের গতিত ছড়িয়েছে। ফেসবুক আর টিকটক- ভাইরাল মেসেজে দেখা যাচ্ছে, "৫ বছর প্রেমের সম্পর্ক থাকলেই আইনত তোমাদের বিয়ে হয়ে গেছে।"টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, রেডিট, থ্রেডস—সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই খবরটি ভাইরাল হয়েছে, লাখ লাখ ভিউ আর কমেন্ট এসেছে।
দেখুন খবরটি
“Make Marriage Great Again Act of 2025” LOL
Random musing – this new Bill got spun into a great TikTok fake news: https://t.co/ziwc9B76OF
It’s actually about tax benefits for married couples. Text of Bill https://t.co/91CDaOURQJ pic.twitter.com/lgsNA5AJog
— Seb 3.0 💎🐧 (@0xlawyoor) August 5, 2025
ভাইরাল এই পোস্টের ফ্যাক্ট-চেক করা হয়-
ফ্যাক্ট-চেকের পর দেখা যায়, এই দাবি পুরোপুরি ভুল। সেই পোস্ট পুরোপুরি ভুয়ো। মার্কিন যুক্তরাষ্ট্রে বিয়ে বা ব্যক্তিগত সম্পর্কের আইন রাজ্যভিত্তিক হয়, কেন্দ্র বা হোয়াইটহাউসে থেকে একসঙ্গে এমন আইন জারি করা প্রায় অসম্ভব। ফ্যাক্ট-চেক সংস্থা 'স্নুপস' এই দাবিকে ভুল বলে ঘোষণা করেছে, কারণ এরকম কোনও ফেডারেল আইন নেই। ফ্যাক্ট-চেক সংস্থাগুলিকে জানায়, বিয়ে নিয়ে আইন রাজ্য পর্যায়ে তৈরি হয়, কেন্দ্রীয়ভাবে এমন sweeping আইন আনা হলে, তা বাধ্যতামূলকভাবে কভার করা হতো—যা হয়নি।
খবরটি কি সত্যি
৫ বছর ধরে সম্পর্ক থাকা প্রেমিক/প্রেমিকা দম্পতিকে স্বয়ংক্রিয়ভাবে বিয়ে হিসাবে গণ্য করবে। ট্রাম্পের এমন এক্সিকিউটিভ অর্ডারের খবর নিয়ে দেখা যায় হোয়াইট হাউস বা কোনও বড় নিউজ মিডিয়ায় এর সমর্থনে কোনও খবর বা সরকারি ডকুমেন্ট পাওয়া যায়নি। কিছু রাজ্যে কমন-ল’ ম্যারেজ আছে, যেখানে নির্দিষ্ট শর্তে বিয়ে ছাড়াই স্বামী-স্ত্রী হিসেবে গণ্য করা হয়, কিন্তু সেটা জোর করে বা স্বয়ংক্রিয়ভাবে বিয়ে নয়। প্রমাণের অভাব, আইনি কাঠামোর বাস্তবতা আর রাজনৈতিক জটিলতা দেখে ফ্যাক্ট-চেক সংস্থা 'স্নুপস' স্পষ্ট জানিয়েছে, পাঁচ বছরের প্রেম মানেই বিয়ে, এমন এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন খবর সম্পূর্ণ মিথ্যা।