অ্যানাকোন্ডার বিশাল আকারের কথা কারও অজানা নয়। অ্যানাকোন্ডাকে নিয়ে হলিউডে সিনেমা কম হয়নি। কিন্তু বাস্তবের অ্যানাকোন্ডা? ব্রাজিলের অ্যামজনের জঙ্গল লাগোয়া বেশ কিছু জায়গায় অ্যানাকোন্ডার দেখা পাওয়া যায়। সম্প্রতি উত্তর পশ্চিম ব্রাজিলের মাদিয়েরা নদীর ধারের শহর পোর্তো ভেলহো শহরের রাস্তায় ঘটে গেল এক কাণ্ড। ছবির মত সুন্দর ব্রাজিলের এই ছোট্ট শহরের ব্যস্ততম রাস্তা দিয়ে প্রকাশ্য দিবালোকে হেঁটে গেল একটা ১৩ ফুটের বিশাল অ্যানাকোন্ডা।
৩০ কেজি ওজনের সেই অ্যানাকোন্ডার জন্য থমকে গেল রাস্তার ট্র্যাফিক। অ্যানাকোন্ডাকে দেখে অনেককে উত্তেজনায় চিতকার করতেও শোনা গেল। দু-একজন সাহস করে অ্যানাকোন্ডার ছবি তুললেন। আর তিনি বেশ দুলকি চালে সব দিক দেখে রাস্তা পাড় করলেন।
দেখুন ভিডিয়ো
Traffic came to a standstill on a busy road near #PortoVelho, #Brazil, as a giant #anaconda crossed the highway. The snake measured over four meters in length and weighed around 30 kilograms.#ViralVideo pic.twitter.com/rvoDp0OysD
— know the Unknown (@imurpartha) June 2, 2024
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, অ্যামাজনের জঙ্গল নির্বিচারে কাটা হচ্ছে, তাতে বিপন্ন অ্যানাকোন্ডা। জঙ্গল ছেড়ে খাবার তাড়নায় অ্যানাকোন্ডারা শহরাঞ্চল, জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ছে।