Titanic House. (Photo Credits: Twitter)

১৯১২ সালে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল টাইটানিক। ১৯৯৭ সালে পরিচালক জেমস ক্যামেরনের হাত ধরে টাইটানিক ডুবির সিনেমা গোটা দুনিয়াকে দেখিয়েছিল বিপর্যয়ের মাঝে প্রেমের কাহিনি। এবার সেই টাইটানিকের আদলে ঘর বানিয়ে তাজ্জব ঘটালেন মিন্টু রায়। শিলিগুড়ির ফাঁসিদেওয়া অঞ্চলে তিনি তৈরি করলেন টাইটানিকের আদলে বাড়ি। কলকাতায় যেখানে থাকতেন সেখান অনেকে জাহাজের আসা যাওয়া দেখতে দেখতে জাহাজের মতো বাড়িতে থাকার ইচ্ছে হয় তাঁর। এখন চাষবাস করে কান। সেই থেকেই এই জাহাজ বাড়ি বানানোর পরিকল্পনা নেন। বাবার সঙ্গে শিলিগুড়িতে এসেছিলেন মিন্টু। তাঁর আসল বাড়ি ছিল উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা জেলায়।

তিনি জাহাজের মত টাইটানিকের আদলে বাড়ি করতে চান বলে ইঞ্জিনিয়ারদের কাছে যানব। কিন্তু সবাই তাঁকে বলে এটা অবাস্তব। থাকার বাড়ি কোনও ফিল্ম সেট নয়। জাহাজের মতো বাড়ি হতে পারে নাকি! তার পর নিজের হাতেই ছবি এঁকে টাইটানিকের আদলে বাড়ি তৈরি শুরু করেন। কিন্তু এমন অভিনব বাড়ি তৈরিতে খরচ প্রত্য়শাার চেয়ে বেড়ে যায়, তাই টাকার অভাবে কাজ মাঝে মাঝেই আটকে যায়।

দেখুন ছবিতে

মিস্ত্রিদের টাকা যোগান দেওয়ার ক্ষমতাও ছিল না তাঁর। তার পর মিন্টু নিজেই তিন বছর নেপালে চলে যান মিস্ত্রির কাজ শিখবেন বলে। নেপালে গিয়ে রাজমিস্ত্রির কাজ শিখে বাড়ির তৈরির কাজে হাত দেন। তারপর আস্তে আসতে তৈরি হচ্ছে তার স্বপ্নের টাইটানিক বাড়ি।