Taiwan Kite Festival Viral Video (Photo Credits: Twitter)

তাইওয়ানের (Taiwan) ঘুড়ির উৎসব (Kite Festival) পরিণত হল ভয়ঙ্কর দু:স্বপ্নে। একটি দৈত্যাকার ঘুড়ির মাথায় কোনওভাবে জড়িয়ে যায় ৩ বছরের এক শিশুকন্যা। আকাশে অন্যান্য ঘুড়ির মাঝে হাওয়ার দাপটে রীতিমত ওলটপালট খাচ্ছিল মেয়েটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি দেখে আঁতকে উঠেছে নেটিজেনরা। কমলা রঙের একটি সুবিশাল ঘুড়ির মধ্যে আটকে গিয়ে ঘটেছে এই বিপত্তি। ঘুড়ির উৎসবে বড়দের সঙ্গে যোগ দিয়েছিল এই খুদে। মেয়েটির পরিচয় জানা যায়নি এখনও পর্যন্ত।

গত ৩০ অগাস্ট ঘটনাটি ঘটেছে তাইওয়ানের সমুদ্রের ধারের নানলিওয়াও শহরে। ঘুড়ির অপরপ্রান্তে সুতো হাতে থাকা সকলে আপ্রাণ চেষ্টা করছিলেন শিশুটিকে নীচে নামানোর।কিন্তু হাওয়ার দাপট এতটাই জোরাল ছিল যে রীতিমত বেগ পেতে মেয়েটিকে নামাতে। আর এদিকে রীতিমত ঝোড়ো হাওয়ায় আকাশে মেয়েটি এদিক ওদিক হচ্ছিল। ভয়ঙ্কর সে দৃশ্য দেখে কেঁপে উঠেছেন অনেকেই। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে নীচে নামানো হয় ঘুড়িটিকে। মেয়েটিকেও নামানো হয় নীচে আসতে ধীরে। হাতে-পায়ে সামান্য চোট পেলেও সুস্থই রয়েছে সে, তবে আকস্মিক ঘটনায় মানসিকভাবে আঘাত পেয়েছে সে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ঘুড়ির চূড়ায় আটকে গিয়ে মাটি থেকে ৩০ ফিট উপরে উঠে যায় মেয়েটি।