নয়াদিল্লি: কখনও কখনও মহাকাশে আশ্চর্যজনক ঘটনা ঘটে। এর মধ্যে অনেক ঘটনাই খুব সুন্দর এবং মানুষের মন ভালো করে দেয়। এমনই এক মহাজাগতিক ঘটনা ঘটেছে আগস্ট মাসের প্রথম দিন। পৃথিবীর বিভিন্ন দেশে ফুলমুন দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে পূর্ণিমার মন্ত্রমুগ্ধকর ছবি এবং ভিডিওতে ভরে গিয়েছে। ভারতে এই ফুল্মুন দেখা যাবে ২ অগাস্ট। চলতি মাসেই আকাশে আরও একটি পূর্ণিমার চাঁদ দেখা যাবে ৩০অগাস্ট।
Full moon over Mt Rainier, Washington pic.twitter.com/CbCenySZEW
— ○༺𓂂𓂃ᗙ 𝔐𝔞𝔯𝔱𝔦𝔫 ᗛ𓂃𓂂༻○ (@KlatuBaradaNiko) August 1, 2023
উল্লেখ্য, সাধারণত প্রতি মাসে একটি করে পূর্ণিমা থাকে। তবে মাঝে মাঝে একই মাসের মধ্যে দুটি পূর্ণিমা হতে পারে। ২০২৩ সালের আগস্ট মাসেও এমনই একটি ঘটনা ঘটতে চলেছে। ৩০ তারিখ যে চাঁদ দেখা যাবে তাঁকে ব্লু মুন বলা হয়। ব্লু মুন একটি অত্যন্ত বিরল ঘটনা। এর আগে ব্লু মুন দেখা গিয়েছিল ২০২১ সালে ২২ অগাস্ট।
Crazy sky burn and full moon 🌕 tonight!!! pic.twitter.com/n29NXMzA3o
— Tesla FSD Preacher (@Alloutnikhil) August 1, 2023
Full moon, Mustang Island State Park using Pro settings auto everything except 1 second exposure time. ...almost looks daylight.. blessings to all. pic.twitter.com/o769jHfj8Q
— Steven (@steven_spo) August 1, 2023