Sushant Singh Rajput: ধোনির ক্রিকেট তথ্য নিয়ে সুশান্ত সিং রাজপুতের ব়্যাপিড ফায়ার সেশন, ভাইরাল ভিডিও
সুশান্ত ও ধোনি (Photo Credits: @BCCI/Twitter and Getty Images)

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বলিউডে তৈরি হয়েছে বায়োপিক। সেই বায়োপিকে ধোনির ভূমিকায় একেবারে মারকাটারি অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত  (Sushant Singh Rajput)। ধোনির নিজস্ব স্টাইলে করা ব্যাটিংও হুবহু কপি করেছিলেন সুশান্ত, যা কঠোর পরিশ্রমেই একমাত্র সম্ভব। সেজন্য ধোনি ভক্তদের অকুণ্ঠ প্রশংসাও কুড়িয়েছেন সুশান্ত সিং রাজপুত। সেই সময় চিত্রনাট্যের প্রয়োজনে বায়োপিককে আরও জীবন্ত করতে ধোনির কাছাকাছি থাকা দরকার ছিল। সুশান্তকে তাই করতে হয়েছে। একেবারে কাছ থেকে ধোনিকে দেখে তাঁর চরিত্রে চিত্রণ অনেকটাই সহজ হয়ে যায়। ‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’  ছবিটি ২০১৬-তে মুক্তি পায়।

সেই সময় ছবির প্রমোশনের জন্য ক্রিকেটের ধোনি সম্পর্কে একদমসাদামাটা কয়েকটি তথ্য নিয়ে একটি ট্রিভিয়া তৈরি করেন সুশান্ত। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওটি সেসময় বিসিসিআই এর সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছিল। সেখানে দেখা যায় ব়্যাপিড ফায়ার রাউন্ডে ৫ এর মধ্যে ৪ পেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। ধোনির বাউন্ডারির সংখ্যা সংক্রান্ত প্রশ্নেই সুশান্ত আটকে যান। তবে ধোনিকে নিয়ে সুশান্তের যা পড়াশোনা ছিল, তাতে সকলেই দারুণ খুশি হয়েছিলেন। আরও পড়ুন-Manish Sisodia: সত্যেন্দ্র জৈন করোনা আক্রান্ত, দিল্লির স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্বে এখন মণীশ সিসোদিয়া

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এটি একমাত্র ভিডিও নয় যা বাইরাল হয়েছে। এর আগে ‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ ছবির বেশকিছু অংশ ভাইরাল হয়ে যায়। ক্রিকেট খেলছেন সুশান্ত, এমন পুরনো ভিডিও নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ড্রাইভ নামের এক ছবিতেই ৩৪ বছরের এই প্রতিভাবান অভিনেতাকে শেষ দেখা গিয়েছে।