Manish Sisodia: সত্যেন্দ্র জৈন করোনা আক্রান্ত, দিল্লির স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্বে এখন মণীশ সিসোদিয়া
(Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৮ জুন: প্রথম করোনা পজিটিভ না মিললেও জ্বর কমছিল না দিল্লির স্বাস্থ্য মন্ত্রীর। দ্বিতীয় বার টেস্ট হতেই জানা গেল কোভিড-১৯ পজিটিভ সত্যেন্দ্র জৈন। এরপরেই উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia) দিল্লির স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব দেওয়া হল। এছাড়াও যে সরকারের বিভাগগুলি দেখতেন সত্যেন্দ্র জৈন তার সবই এখন মণীশ সিসোদিয়ার দায়িত্বে। গতকালই দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈনের শরীরে মিলেছে মারণ রোগের জীবাণু। তারপরেই তাঁর দায়িত্বভার হাত বদল হয়ে গেল মণীশ সিসোদিয়ার কাছে। গত মঙ্গলবার জ্বর থাকায় সত্যেন্দ্র জৈনের লালারস পরীক্ষা হয়। তবে রিপোর্ট নেগেটিভ এসেছিল। তিনি রাজধানীর রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতেই সত্যেন্দ্র জৈন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ভর্তির পর মঙ্গলবার সেখান থেকেই টুইট বার্তায় নিজের অসুস্থতার কথা জানান দিল্লির স্বাস্থ্য মন্ত্রী। লেখেন, “খুব জ্বর ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়াতে গতকাল রাতে রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হয়েছি। সবাইকেই পরবর্তী আপডেট জানানো হবে।” গত সপ্তাহে জ্বরে আক্রান্ত হওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও করোনা টেস্ট হয়। তবে তাঁর ফলাফল নেগেডিভ আসে। দিল্লিতে এখনও পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১৪০০ জনের প্রাণ গিয়েছে। সেখানে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার জন। সবমিলিয়ে দিল্লিতে মোট করোনা আক্রান্ত ৪২ হাজার ৮২৯ জন। আরও পড়ুন-UNSC Elections 2020: ২০২১-২২- এ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হল ভারত

এদিকে কোভিড আক্রান্ত হয়ে দিল্লির সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি আছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর মা মাধবী রাজেও কোভিড-১৯ পজিটিভ। দুজনেই সেখানে চিকিৎসাধীন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার শরীরে করোনার উপসর্গ থাকেলেও তাঁর মা উপসর্গহীন ছিলেন। করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হন, টেস্ট রিপোর্ট পজিটিভ আসে।