দিল্লি, ২ জুন: দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave)। কোভিডের (COVID 19) কারণে এবারের মতো বাতিল হয় CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ঘোষণা করেন। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই বাতিল করা হয় CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ওই সিদ্ধান্তের পর কুকি আগরওয়াল নামে এক ছাত্রের ট্যুইট ভাইরাল হয়। যেখানে তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিদায়ি অনুষ্ঠান অর্থাৎ ফেয়ারওয়েল সম্পন্ন করার অনুমতি যেন দেওয়া হয় স্কুলে। পাশাপাশি দ্বাদশ শ্রেণির ছাত্রী নেহাকে শাড়ি পরা অবস্থায় দেখতে চান বলেও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন কুকি আগরওয়াল।
Government of India has decided to cancel the Class XII CBSE Board Exams. After extensive consultations, we have taken a decision that is student-friendly, one that safeguards the health as well as future of our youth. https://t.co/vzl6ahY1O2
— Narendra Modi (@narendramodi) June 1, 2021
প্রধানমন্ত্রী (PM Modi) মোদীর ওই ট্যুইটের পর কুকি আগরওয়ালে পালটা ট্যুইট ভাইরাল হয়ে যায় অন্তর্জালে। কুকির ট্যুইটের নীচে প্রায় ১৯০০ লাইক পড়ে। সেই সঙ্গে তাঁর নীচে অনেকে মন্তব্যও করতে শুরু করেন। কেউ বলেন, কুকির দুঃখ বুঝতে পারছেন তিনি। আবার কেউ বলতে শুরু করেন, টুয়েলভ বি-এর নেহার বাবা তোমার বাড়ির ঠিকানা জানতে চান। সবকিছু মিলিয়ে প্রধানমন্ত্রী মোদীর পরীক্ষা বাতিলের ওই ট্য়ুইটের পর কিকু আগরওয়াল সহ একের পর এক নেট জনতার পালটা ট্যুইট ভাইরাল হতে শুরু করে।