Singapore Sinkhole in the street. (Photo Credits:X)

Sinkhole Viral Video: সিঙ্গাপুরের রাস্তায় চাঞ্চল্যকর কাণ্ড। এদিন সন্ধ্যায় গাড়ি নিয়ে দক্ষিণ সিঙ্গাপুরের রাস্তা দিয়ে (Tanjong Katong Road) বাড়ি ফেরার পথে বড় দুর্ঘটনায় পড়লেন এক মহিলা। কালো রঙের মাজদা কোম্পানির গাড়িটা নিয়ে সিঙ্গাপুরের (Singapore) জনবহুল রাস্তা 'তাঞ্জং কাটং রোড সাউথ'-এ বিড় বিপদের মুখে পড়েন। সেই রাস্তায় মহিলার গাড়ি ঢুকতেই আচমকাই একটি বড় গর্ত, যাকে বলে 'সিঙ্ক হোল'(Sink Hole) তৈরি হয়। সেই গর্তের মধ্যেই মহিলার গাড়িটি চলন্ত অবস্থায় পড়ে যায়। রাস্তায় রাখা এক সিসি ক্যামেরার ধরা পড়ে সবটা।

এখন কেমন আছেন সেই মহিলা চালক

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, রাস্তায় আচমকা একটি গর্তের সৃষ্টি হল। তারপর গাড়িটি মুহূর্তের মধ্যে তাতে পড়ে যায়। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল এবং পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহিলা চালককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে, তবে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মহিলার অবস্থা আশঙ্কাজনক।

দেখুন কীভাবে রাস্তায় আচমকাই বড় গর্তে পড়ে গেল গাড়ি

রাস্তার হাল কেন এমন, তদন্ত চলছে

অচৈতন্য অবস্থায় গর্ত থেকে বের করে মহিলাটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই রাস্তায় জলের পাইপ ফাটার ফলে সিঙ্ক হোল তৈরি হয় বলে মনে করা হচ্ছে। তবে এই কারণে সিঙ্গাপুর প্রশাসন বড় ব্য়বস্থা নিচ্ছে। রাস্তা তৈরিতে গাফলতি বা দুর্নীতি হয়েছে বলে ধরে নিয়ে, রাস্তা তৈরি করা ইঞ্জিনিয়র ও ঠিকাদারদের গ্রেফতার করা হতে পারে।