Kayseri security guard rescues girl from oncoming tram at the last moment.(Photo CreditsL: X)

Girl Saved from Accident: তুরস্কের কায়সেরি ট্রাম স্টেশনে নাটকীয় কায়দায় এক তরুণীর জীবন বাঁচল এক নিরাপত্তারক্ষী। প্রায় সন্ধ্যা ৭টা নাগাদ Kayseri tram Station-এ এই ঘটনা ঘটে। ট্রামের প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন কিছু যাত্রী, তারপর ট্রাম আসতে শুরু করে। কানে হেডফোন এবং হাতে ফোন নিয়ে তরুণী প্ল্যাটফর্মের প্রান্তের খুব কাছে দাঁড়িয়ে ছিলেন। ফোনের দিকে তাকিয়ে অমনযোগী হয়ে আচমকা তিনি লাইন পেরোতে চান। কিন্তু অন্য লাইন দিয়ে তখন প্ল্য়াটফর্মে ছুটে আসছে একটি ট্রাম। কিন্তু ফোনে বুঁদ সেই তরুণী সেসব টেরই পাননি। কারণ তাঁর কানে হেডফোন থাকায় ট্রাম আসার আওয়াজ সে শুনতেই পায়নি।

ঠিক কী হয়েছিল

সেই তরুণী চলন্ত ট্রামের এতটাই কাছে চলে যান, যে দুর্ঘটনা ঘটাটা সময়ের অপেক্ষা ছিল। সেটা টের পেয়ে মুহূর্তের মধ্যে তরুণীর হাত ধরে টেনে লাইনের ঠিক আগে রুখে দেন নিরাপত্তারক্ষী। মেয়েটি প্রথমে বুঝতেই পারেনি কেন তাকে এভাবে মাটিতে ফেল দিল এক ব্যক্তি। পরে সে যখন বুঝতে পারে নিরাপত্তারক্ষীটিকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

দেখুন সেই ঘটনার ভিডিও

কোথায় ভুল হয়েছিল

তুরস্কের সংবাদমাধ্যমে প্রকাশ, তুরস্কের কায়সেরিতে এক নিরাপত্তা রক্ষী শেষ মুহূর্তে একটি তরুণীকে রক্ষা করেছেন। তরুণীটি ট্রামের দিকে লক্ষ্য না রেখে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, তখনই নিরাপত্তা রক্ষী দ্রুত হস্তক্ষেপ করে তাকে বিপদ থেকে বাঁচান। ভাইরাল ভিডিওতে ট্রামের ভিতরের দৃশ্যও রয়েছে, যেখানে চালকের দৃষ্টি ও প্রতিক্রিয়া ধরা পড়েছে।