পুরী, ২৭ অক্টোবর: Sand art at Puri beach in Odisha wishing everyone on Diwali and Kali Puja: মা কালী যেন জীবন্ত হয়ে উঠলেন পুরীর সমুদ্র সৈকতে। পুরীর বালু ভাস্কর সুদর্শন পট্টনায়েকের মাধ্যমে পুরীর সমুদ্র সৈকতে আজ যেন জীবন্ত হয়ে উঠলেন মা কালী। বছরের বিভিন্ন সময়ে নানাভাবে পুরীর সমুদ্র সৈকত্যকে সাজিয়া তোলেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক। আজ পট্টনায়েকের অনবদ্য কাজে পুরীর সমুদ্র সৈকত্যে সুদর্শন হয়ে উঠল মা কালীর সাজে। মা কালী-কে ফুটিয়ে তুলে সুদর্শন দেশবাসীকে শুভ দীপাবলি ও দিওয়ালির শুভেচ্ছা পাঠালেন।
কখনও কোনারকের রথের চাকা তো কখনও পরিবেশ নিয়ে সচেতনা। পুরীর সমুদ্র সৈকত্যকে ক্যানভাস বানিয়ে বালির কাজে গোটা বিশ্বকে মুগ্ধ করেন সুদর্শন পট্টনায়েক। পুরীর সমুদ্র সৈকতে আজ সেই সুদর্শন জীবন্ত করলেন মা কালীকে।
May maa bless you with happiness all the year through! Wishing you a Happy #KaliPuja #HappyDiwali2019 pic.twitter.com/SXVg6LmSYX
— Sudarsan Pattnaik (@sudarsansand) October 27, 2019
মা কালী যেন জীবন্ত হয়ে উঠলেন পুরীর সমুদ্র সৈকতে। পুরীর বালু ভাস্কর সুদর্শন পট্টনায়েকের মাধ্যমে পুরীর সমুদ্র সৈকতে আজ যেন জীবন্ত হয়ে উঠলেন মা কালী। চলতি বছর আন্তর্জাতিক বালুশিল্প প্রতিযোগিতায় পিপলস চয়েস পুরস্কারে সেরার খেতাব জেতেন সুদর্শন পট্টনায়েক। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত পট্টনায়েক এর আগেও দেশ তো বটেই, আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে একাধিক পুরস্কার জিতেছেন।
#HappyDiwali to everyone!! May this beautiful festival of lights bring joy & happiness to everyone’s life!! . My SandArt at Puri beach in Odisha. pic.twitter.com/5JeCVaNbDF
— Sudarsan Pattnaik (@sudarsansand) October 26, 2019
বছরের বিভিন্ন সময়ে নানাভাবে পুরীর সমুদ্র সৈকত্যকে সাজিয়া তোলেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক। আজ পট্টনায়েকের অনবদ্য কাজে পুরীর সমুদ্র সৈকত্যে সুদর্শন হয়ে উঠল মা কালীর সাজে। মা কালী-কে ফুটিয়ে তুলে সুদর্শন দেশবাসীকে শুভ দীপাবলি ও দিওয়ালির শুভেচ্ছা পাঠালেন।
Happy Diwali And Kali Puja 2019 Images:Sudarsan Pattnaik Creates Goddess Kali Sand Art at Odisha Beach to Extend Festival Greetings
Happy Diwali And Kali Puja 2019 Images: পুরীর সমুদ্র সৈকতে মা কালীকে তুলে ধরলেন সুদর্শন পট্টনায়েক
পুরী, ২৭ অক্টোবর: মা কালী যেন জীবন্ত হয়ে উঠলেন পুরীর সমুদ্র সৈকতে। পুরীর বালু ভাস্কর সুদর্শন পট্টনায়েকের মাধ্যমে
আলোর উৎসবে ভাসার দিন আজ, রবিবার। মা কালীর পুজো আজ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত সাংবাৎসরিক দীপান্বিতা কালীপূজো বিশেষ জনপ্রিয়। সকাল থেকে কালীঘাট (Kalighat) , দক্ষিণেশ্বর (Dakshineswar Kali Temple), তারাপীঠ (Tarapith) সহ রাজ্যের বিভিন্ন কালী তীর্থগুলিতে ভক্তদের ঢল নেমেছে। সকলের মনের অন্ধকার দূর করে আলোয় ভরিয়ে দিক এই প্রার্থনা করেই আজ সকাল শুরু করেছে বাঙালি। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই কালী পুজো (Kali Puja) করা হয়।
দেবী কালীর (Kali) অসংখ্য নামের মধ্যে দক্ষিণ, সিদ্ধ, গুণ্য, ভদ্র, শ্মশান, রক্ষা ও মহাকালী। দেবী কালীর আবির্ভাব সম্পর্কে বলা হয়েছে যে দেবতা আর অসুরদের যুদ্ধে পরাজিত দেবতাদের প্রার্থনায় আদ্যাশক্তি ভগবতি পার্বতীর দেহ কোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন। তখন ভগবতী দেবী কৃষ্ণবর্ণ ধারণ করেন বলে তাঁর নাম কালী বা কালিকা।