উর্দি পরে রাজ্যের মন্ত্রীকে পা ছুঁয়ে প্রণাম করলেন পুলিশ অফিসার (Photo: Facebook)

রামপুরহাট, ১৬ ফেব্রুয়ারি: উর্দি পরে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রীকে পা ছুঁয়ে প্রণাম করলেন পুলিশ অফিসার। বীরভূমের রামপুরহাট (Rampurhat) থানার ঘটনা। পুলিশের উদ্যোগে আজ রামপুরহাটে একটি স্বেচ্ছা রক্তদান শিবির ও মরণোত্তর চক্ষুদান শিবিরের আয়োজন করা হয়। ওই মঞ্চেই রামপুরহাট থানার এএসআই রঞ্জন দত্ত (Ranjan Dutta) রাজ্যের কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জির (Ashish Banerjee) পা ছুঁয়ে প্রণাম করেন। সেইসময় ওই অফিসারের পরনে ছিল পুলিশের উর্দি। এই ঘটনায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তদন্ত করে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, রবিবার রামপুরহাট থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ‘সম্মানীয়’ বলে একটি প্রকল্প পুলিশের তরফে শুরু করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী তথা তৃণমূলের বীরভূম জেলা চেয়ারম্যান আশিস ব্যানার্জি, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য, রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পান্থ দাস। অনুষ্ঠান থেকে রামপুরহাট পুরসভা এলাকায় ‘সম্মানীয়’ প্রকল্পের জন্য দু’টি দল গড়ে দেওয়া হয়। একটি দলের প্রধান রামপুরহাট থানার এএসআই রঞ্জন দত্ত। মঞ্চে তাঁর হাতে ‘সম্মানীয়’ প্রকল্পের নিয়মকানুনের কাগজপত্র তুলে দেন আশিস ব্যানার্জি। কাগজ হাতে নেওয়ার পরেই মঞ্চে আশিসবাবুকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন ওই পুলিশ আধিকারিক। এ নিয়েই বিতর্কের সূত্রপাত। আরও পড়ুন: Kolkata Airport: কলকাতা বিমাবন্দরে অজ্ঞান, সিপিআর করে ব্যক্তির প্রাণ বাঁচালেন সাব ইন্সপেক্টর

এই বিষয়ে মন্ত্রী আশিস ব্যানার্জি। তিনি বলেন, “পুলিশের নিয়মে কি রয়েছে বলতে পারব না। তবে হয়তো উনি আবেগবশত হয়ে প্রণাম করার চেষ্টা করেছিলেন। কিন্তু আমি তাকে প্রণাম করতে দিইনি। আমার অন্য পরিচয় হল আমি একজন অধ্যাপক। সেই কারণে অনেক ছাত্র আমাকে প্রণাম করেন।” তবে এ বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।