মস্কো, ৩ সেপ্টেম্বর: বুধবার মস্কোতে পৌঁছানোর পর থেকেই প্রশংসা কুড়োচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি মস্কোতে অবতরণ করতেই তাঁকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসা রাশিয়ান আধিকারিকরা করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। প্রত্যুত্তরে হাত না বাড়িয়ে নমস্কার করেছিলেন রাজনাথ সিং। মহামারী করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এই ক্রিয়াকলাপে খুশি নেটিজেনরা। ইতিমধ্যেই করমর্দনের জবাবে রাজনাথ সিংয়ের নমস্কারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা তাতেই প্রশংসায় পঞ্চমুখ। প্রতিরক্ষামন্ত্রী মস্কো বিমানবন্দরে অবতরণ করতেই তাঁকে অভ্যর্থনা জানাতে চলে আসেন মেজর জেনারেল বুকতিভ ইউরি নিকোলভিচ। মেজরকে তিনি হাতজোড় করে নমস্কার জানান। এরপর একে একে রাশিয়ার অনেক সেনাকর্তার সঙ্গে রাজনাথ সিংয়ের পরিচয় করিয়ে দেওয়া হয়।
রাজনাথ সিংয়ের টুইট
Здравствуйте Russia!
Reached Moscow this evening. Looking forward to my bilateral meeting with the Russian Counterpart General Sergey Shoygu tomorrow. https://t.co/FgayfbJIIR
— Rajnath Singh (@rajnathsingh) September 2, 2020
সেই সময়ই তাঁদের একজন প্রতিরক্ষামন্ত্রীর দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলে তিনি প্রতিনমস্কার জানান। প্রায় সঙ্গে সঙ্গেই সেই আধিকারিক নিজের হাত সরিয়ে নেন। রাশিয়ায় পৌঁছানোর ভিডিও নিজেই টুইটারে শেয়ার করে রাজনাথ সিং লেখেন, “এদিন সন্ধ্যায় মস্কোয় পৌঁছেছি। আগামী কাল রাশিয়ান প্রতিরক্ষা প্রধান জেনারেল সের্গেই শোয়গু-র সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে তানিয়েই ভাবনা চিন্তা করছি।” আরও পড়ুন-India Thanks UNSC Members: ২ ভারতীয়কে পাকিস্তানের জঙ্গি প্রমাণের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য রাষ্ট্রপুঞ্জের সদস্যদের ধন্যবাদ নয়াদিল্লির
দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতেই তিনদিনের সফরে রাশিয়ায় গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে আটটি দেশের সদস্য রয়েছে। এগুলি হল যথাক্রমে ভারত, কাজাখস্তান, চিন, কিরঘিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান।